Content Writer: Tasfia Mim

★ যখন একই বাক্যে দুটি বিপরীত বক্তব্য প্রদান করা হয় এবং বাংলা বাক্যে, যদিও…….. তবুও এই দুটি শব্দ থাকে তখন আমরা Though /Although ব্যাবহার করি

** যদিও = Though/ Although
** তবুও = ( , ) কমা

# Though Bangladesh is a small country, it has three world heritage sites, যদিও বাংলাদেশ একটা ছোট দেশ তবে এদেশে বিশ্ব ঐতিহ্য মোট তিনটি নির্দশন রয়েছে।
# Though it is a small country, it is blessed with many interesting places, যদিও ইহা একটা ছোট দেশ, এখানে দেখার মত অনেক অনেক সুন্দর জায়গা আছে।
# Though he is dull of hearing, he is very studious, যদিও সে শ্রবনশক্তিহীন, তিনি খুব অধ্যয়নশীল।
#Though he works hard, he can’t turn the wheels of his fortune,যদিও সে কঠোর পরিশ্রম করে তবে সে তার ভাগ্যের চাকা ঘুরাতে পারে না।
# Though the pen writes well, it is very expensive,যদিও কলমটা ভালো লিখতে পারে তবুও এটা দামি।
# Although he was late, he performed the work first, যদিও তিনি দেরি করেছিলেন, তিনি কাজটি প্রথম করেছিলেন।
# Although Israt is my friend, I don’t like him, যদিও ইসরাত আমার বন্ধু তবুও তাকে আমি পছন্দ করি না।