★★★Part:-6★★★

Proper use of:-(Degree)

##Comparative-এর পরিবর্তে superlative ব্যবহার জনিত ভুলঃ

♠যখন দু’জন ব্যক্তি বা দু’টি বস্তুর মধ্যে তুলনা করা হয়, তখন comparative form অবশ্যই ব্যবহৃত হবে।

♦Don’t say: John is the tallest of the two boys.

♦Say: John is the taller of the two boys. 

##Than-এর পরিবর্তে comparative-এর পরে form ব্যবহার জনিত ভুলঃ 

♠Comparative degree এবং adjective (বা adverb)গুলো than দ্বারা হয় কিন্তু “From” preposition দিয়ে নয়।

♦Don’t say: Amy is taller from her brother.

♦Say: Amy is taller than her brother. 

##Superlative-এর পরিবর্তে comparative ব্যবহার জনিত ভুলঃ  

যখন দুইয়ের অধিক ব্যক্তি অথবা বস্তুর মধ্যে তুলনা বুঝায় তখন superlative Degree বসে। 

♦Don’t say: Cairo is the larger city in Africa.
♦Say: Cairo is the largest city in Africa. 

##Most-এর পরিবর্তে the more ব্যবহার জনিত ভুলঃ 

অধিকাংশ (the majority) কে বুঝায় তখন অবশ্যই most ব্যবহৃত হয় কোন অবস্থায় the more নয়।

♦Don’t say: The more people will agree with me.
♦Say: Most people will agree with me. 

Posted by:-Mariya Mostafa Momi