Instructor: Tahmid Hasan
Topic: Adverb of frequency
যে word, verb -এর ব্যাপারে অতিরিক্ত তথ্য দেয় তা হলো “Adverb”.
আর অতিরিক্ত তথ্যের ধরনটা যদি এমন হয় যে কাজটা কতো ঘনঘন/কতবার ঘটে তাহলে সে adverb হলো “Adverb of frequency”.
যেমন : আমি সর্বদা ক্রিকেট খেলি
= I always play cricket
এখানে “play” হলো verb আর “always” হলো adverb of frequency
[ always বলতে বুঝা যায় যে কাজ টা প্রতিদিন / ঘনঘন করা বুঝায়]
List of adverb of frequency :
সেগুলোকে শতকরায় সাজালে ভালো ভাবে বুঝা যায়—-
Always = সর্বদা (100%)
Usually= সচরাচর(90%)
Normally/Generally=সাধারণত (80%)
Often/Frequently=প্রায়ই(70%)
Sometimes =মাঝে মাঝে (50%)
Occasionally=কখনো কখনো/ কোনো উপলক্ষে (30%)
Seldom= কদাচিৎ/ করা হয়না বললে চলে(10%)
Rarely=কদাচিৎ/ করা হয়না বললে চলে(5%)
Never= কখনোই না( 0%)
more examples :
1.আমি মাঝে মাঝে ফুচকা খাই
= Sometimes I eat fuckha
2.সে ফুটবল খেলে না বললেই চলে
= He rarely play football
3.তারা কখনোই বইটি পড়ে না
= They never read this book.
now it’s your turn ☺
write an example of this topic in comment box.☺
Content Writer: Rukaiya Akter Hafsahhttps://youtu.be/D-U8tjlslMs
MashaAllah .. you have great ideas..you are always so creative..❤️
Thank you!❤️
thank you vai ❤
I always try to keep a sign on comment box. Normally I don’t miss any Grammar World’s post but very rarely been happened which I never wanted.