Rule:1-

কাজ অর্থে Work শব্দটি plural হয় না। plural form works বুঝায় কোন লেখকের লেখাকে।

Inc: I have many works to do.

Cor: I have a lot of work to do

Inc: The work of Nazrul Islam are many

Cor: The works of Nazrul Islam are many

Rule-2

All শব্দটি everything বুঝালে Verb singular হয়। অন্যদিকে all hw` everybody বুঝায় তবে Verb plural  হয়।

Inc: All are lost, nothing is left

Cor: All is lost , nothing is left

Inc: All of us is present

Cor: All of us are present

Rule-3

একাধিক যে কোন কিছু বুঝাতে এমন কি দুইয়ের কম হলেও noun অবশ্যই Plural  ব্যবহার করতে হবে।

Inc: I read it in one and a half hour

Cor: I read it in one and a half hours

Rule-04

No এবং No

No অর্থ হচ্ছে not any ইহা adjective  হিসেবে noun কে qulify করে। কিন্তু noun যদি অন্য adjective যেমন- any, much, enough.  ইত্যাদি দ্বারা modified  হয়ে থাকে তবে on এর পরিবর্তে adverb not  ব্যবহার করতে হয়।

যেমন-

Inc: I have no any mistakes in diction

Cor: I have not any mistakes in diction

Inc: I have not mistakes in diction

Cor: I have no mistakes in dietion

 

Note: mistakes এখানে noun তাই no adverb দিয়ে  modify করা ভুল হয়েছে।

উল্লেখ্য যে- No adverb  হিসেবে একমাত্র comparative form এর আগে বসতে পারে। যেমন-  I have no more to say.

Rule-05

Others একটি Pronoun adjective নয়। তাই কখনো noun এর সামনে বসে noun  কে modify করতে পারে না। আর other হচ্ছে একটি  adjective তাই ইহা noun এর সামনে বসে noun কে modify করতে পারে। যেমন-

Inc: The others student (Noun) are not present

Cor: The other students are not present

Rule-06

its হচ্ছে একটি possessive adjective তাই ইহা noun কে modify করে। অপরদিকে it’s হচ্চে it’s  এর সংক্ষিপ্তরূপ। যেমন-

Inc: The baby is crying for it’s mother

Cor: The baby is crying for its mother

Inc: Its raining cats and dogs

Cor: It’s raining cats and dogs

Rule-07

Later and latter

Later সময় refer করে আর latter শব্দটি বুঝায় দুটির দ্বিতীয়টি। যেমন-

Inc: Chittagong and Dhaka are large cities the later has a population of over a core.

Cor: Chittagong and Dhaka are large cities

Inc: She came to school latter than I

Cor: She came to school later than I

Rule-08

Less and Fewer

Less শব্দটি amount, quanity, value ইত্যাদির পূর্বে অর্থাৎ Uncountable noun এর পূর্বে বসে। Fewer number শব্দটি কে ইংগিত করে অর্থাৎ ইহা সর্বদাই countable noun এর পূর্বে বসে।

যেমন-

Inc: They have less books than I have

Cor: They have fewer books than I have

Rule-09

Each and every

Each শব্দটি বেশি individual এবংspecific ইহা সাধারণত দুটি বা ততোধিক হতে প্রত্যেককে one by one বুঝাতে ব্যবহৃত হয়। আর every কখনো দুটি থেকে একটি পৃথক করে বুঝাতে ব্যবহৃত হয়না বরং দুয়ের অধিকের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

যেমন-

Inc: Every one of the two boys was wrong

Cor: Each one of the two boys was wrong

 

উল্লেখ্যঃ  Every শুধু adjective তাই pronoun  হিসেবে ( every+of+ noun/ pronoun) every  এর ব্যবহার incorrect অপরদিকে each হচ্ছে একই সাথে adjective  ও pronoun তাই Each + nounI Each +of +noun/pronoun  এ দুই structure correct

যেমন-

Every boy was honest . Each boy was honest কিন্তু Every of them was present বলা যাবে না।  বলতে হবে Each of them was present.

Rule-10

Hard and hardly

Hard একটি  adverb of manner  যার অর্থ হচ্ছে severely আর Hardly একটি adverb of frequency  যার অর্থ হচ্ছে not quite বা scarcely ইহা সর্বদাই একটি না বোধক অর্থ দেয়।

Inc: He tried hardly to be a student of DU.

Cor: He tried hard to be a student of DU,

Inc: The hardly do not come to our house

Cor: They hardly come to our house

Rule-11

Verb and too

Verb শব্দটি adjective  বা adverb কে stronger করার জন্য ব্যবহৃত হয়। verb এর জায়গায় too ব্যবহার করা যায় না। আর Too অর্থ হচ্ছে more than enough or so much যার কারণে আরো কিছু একটা ঘটে। যেমন- It is very hot in summer বললে বাক্যটি এখানেই complete হয়ে যায়।কিন্তু very এর জায়গায় too ব্যবহার করলে incomplete থেকে যাবে। কেননা তখন প্রশ্ন হয়- Too hot for waht? তাই বাক্যটি Complete করার জন্য বলতে হবে too hot to play cricket এখানেও too এর জায়গায় very ব্যবহার করা যাবে না।

Inc: It is too cold in the winter

Cor: It is very cold in the winter

Inc: It is now very hot to play cricket

Cor: It is now too hot to play cricket

Rule-12

Since and for

for ঐ সব phrase  এর আগে বসে যা একটি period of time কে বুঝায়। আর since বসে point of time এর আগে।

I have been living here since 10 years এ বাক্য 10 years  একটি period of time তাই since এর ব্যবহার incorrect বলতে হবে I have been living here of 10 years

Inc: I have been living her for 1999 (1999 একটি point of time)

Cor: I have been living her since 1999

Rule: 13

never, seldom, rarely, neither, nor, no, sooner, ইত্যাদি যখন কোন complete clause এর আগে তখন  টি verb অবশ্যই subject এর আগে চলে আসে।

যেমন-

Inc: Never I have heard of such a thing

Cor: Never have I heard of such a thing

Rule-14

Let এর পর infinitive এর to ইহা থাকে যেমন-

Inc: His father would not let him to go

Cor: His father would not let him go.

Rule-15

any- either

Either বুজায় one or the other of the two  আর any  বুঝায় one of the three or more  তাই দুটির ক্ষেত্রে any এবং দুইয়ের অধিকের ক্ষেত্রে either ব্যবহার করা ভুল হবে।

যেমন-

Inc: Any of these two books is good

Cor: Either of these two books is good

Inc: Either of these three books will do

Cor: Any of these three books will do

Rule-16

দুটির বা দুজনের কেউই করেনি—এমনটি বুঝাতে এর পরিবর্তে Neither বসে।

যেমন-

Inc: Both of them did not go to school

Cor: Neither of them went to school

Inc: Both of my parents did not tell a lie

Cor: Neither of my parents told a lie

 

 

+ কতিপয় Intransitive Verb  রয়েছে যেগুলোর হয় না। যথা-

 

die appear seem disappear
happen belong allude  occur
ensure result  comprise perish
refer issue  indulge wonder

 

Incorrect: It was appeared

Correct: It appeared