Content Writer: Tasfia Mim

> কোনো কাজ যদি এমন হয় আমি অবশ্যই করব, কিন্তু আমি করতে বাধ্য নয় বা আমার নিজের ইচ্ছায় করছি সেক্ষেত্রে আমরা Must ব্যাবহার করব।

> কোনো কাজ যদি পরিস্থিতির জন্য করতে বাধ্য করা হয় তখন Have to ব্যাবহার করব।:

★ Must = নিজে থেকে করা
★ Have to = পরিস্থিতির জন্য বাধ্য হয়ে করা

# আমি অবশ্যই করব, I must do.
# আমি অবশ্যই একটা কম্পিউটার কিনব, I must buy a computer.
# আমি অবশ্যই একটি চিঠি লিখতে হবে, I must write a letter.

# আমার বাবা অসুস্ত , আমাকে বাড়ি যেতেই হবে, My father is ill, I have to go to home.
# তোমার ক্লাসে মনোযোগী হতে হবে, # You have to be attentive in class.
# ভালো ফলাফল করার জন্য তোমাকে আরও বেশি পড়তে হবে, You have to study more for your better result.

Activity
Now write translation of below the sentence :

* আমি অবশ্যই আম খাব
* আমি অবশ্যই ঔষধ খাব