Who এর জায়গায় Whom এর ব্যবহার এতই Common যে এটাকে তেমন কোন বড় mistake বলে অনেকে মনেই করেন না। কিন্তু, তাও যারা এই দুইয়ের মধ্যকার পার্থক্য জানতে চান, এই পোস্ট টি তাদের জন্য। 😀
⚫USE OF WHO:
Who একটি Interrogative Pronoun। কোন প্রশ্নবোধক বাক্য, Statement বা Clause এর Subject এর জায়গায় এটি বসে।
◼ WHO instruct you?
◼ Riban is the one in this family WHO plays Free Fire.
⚫USE OF WHOM:
Who এর মতো Whom-ও একটি Interrogative pronoun। এই Pronoun-টি কোন প্রশ্নবোধক বাক্য বা কোন clause-এর Object এর জায়গায় বসে।
এছাড়া, কোন Preposition এর পরে who এর বদলে Whom বসানোই যুক্তিযুক্ত।
◼ WHOM do you want?
◼ She is the doctor WHOM you heard about.
◼ This is the man WITH WHOM I want to collaborate.
WHO আর WHOM এর পার্থক্য পুরোটাই I, he/she, they (subject) এবং me, him/her, them (object) এর ব্যবহারগতো পার্থক্যের মতো।
WHO বসে subject-এর জায়গায় WHOM বসে object-এর জায়গায়।
Who/Whom যুক্ত বাক্যে এই pronoun দুইটির জায়গায় অন্য কোন Pronoun বসিয়ে উদাহরণ দিলে তা আপনাদের কাছে আরো পরিষ্কার হবে।
EXAMPLE:
◼ He is the one in the house WHO plays football.
= He Plays football. (Not ‘him plays football’.)
◼ This is she WHO Cried last night.
= She Cried last night. (Not ‘her’)
◼ This is the man WITH WHOM I want to collaborate.
= I want to collaborate with HIM/the man. (Not ‘He’)
◼ WHOM do you know?
=I know her. (Not ‘I know she’)
>>WHO motivated you?
=HE motivated me. (Not ‘him’)
<< WHOM did he motivate?
= He motivated ME. (Not ‘I’)
ধন্যবাদ। 🙂
Post Writer : Tasnuba Tasnim Saki.