➤Finite Verb & Non-Finite Verb.
বাক্যের গুরুত্বপূর্ণ অংশ Verb যার প্রকারভেদের পরিধি অনেক এবং সব-প্রকার গঠিত যে দুই প্রকার
(Finite Verb & Non-Finite Verb) থেকে তা নিয়েই আজকের চেষ্টা!
✪বুঝার সুবিধার্থে Finite Verb (সমাপিকা ক্রিয়া)-কে নিব সহজ-সরল Verb এবং Non-Finite Verb (অসমাপিকা ক্রিয়া)-কে গাঢ়-ত্যাড়া Verb হিসেবে!
✰Finite Verb: V1, V2, Auxiliary+V(যেকোনো Verb).
✰Non-Finite Verb: to+ V1 (Infinitive), Auxiliary(নাই)+V3/Ving.
★সহজ-সরল-রা (Finite Verb) নিয়ম মেনে সোজা পথে চলে। যেমন-
*V1,V2 অথবা Auxiliary + Verb (Verb এর যেকোনো Form)!
★গাঢ়-ত্যাড়া-রা (Non-Finite Verb) শুধুই তাদের মতন করে চলে। যেমন-
* Auxiliary না থাকতেই Ving বসে (Continuous Tense)!
*Auxiliary ছাড়াই V3 বসে ( Perfect Tense)
*to+V1 (to বসে Verb-কে V1 না থাকলেও V1 বানায় এবং Ving হলে ing- কে Remove করে দেয়!)
☞I “was watched” (Finite) a video on this topic from Grammar World.
☞We “have” (Finite) “to know” (Non-Finite) English well for our career.
Posted by Tanim Hasan