কোনো বাক্যের পুরো অর্থ/ভাব প্রকাশ করতে একটি Verb-এর Object এর প্রয়োজন আছে কি না তার উপর ভিত্তি করে Verb-কে Transitive Verb ও Intransitive Verb এই দুই ভাগে ভাগ করা হয়ে থাকে।
>>>TRANSITIVE VERB:
পরিপূর্ণ রূপে বাক্যের অর্থ প্রকাশ করতে গেলে Transitive verb এর একটি Object এর প্রয়োজন পরে। Object ছাড়া বাক্যটি অপূর্ণ মনে হবে।
Example : ⚫He give.
বাক্যটি যদি এখানেই শেষ করে দেওয়া হয়, তবে প্রশ্ন হবে কী দেয়, কাকে দেয়?
Give এর ভাব পূর্ণরূপে প্রকাশের জন্য এখানে এখন একটা Object এর প্রয়োজন।
এবারে বাক্যটি আমরা এভাবে পূর্ণ করতে পারি
⚫He give me a pen.
এখন Give verb-এর objects ( me, a pen) আছে যা বাক্যটির অর্থ পূর্ণরূপে প্রকাশে সাহায্য করছে।
>>>INTRANSITIVE VERB:
বাক্যের অর্থ/ভাব পূর্ণরূপে প্রকাশ করতে যে Verb এর Object এর প্রয়োজন হয় না তাকে Intransitive Verb বলে।
Example:
⚫The baby is crying.
⚫ Noah arrived.
>>>বাক্যে কিভাবে ব্যবহৃত হচ্ছে তার উপর ভিত্তি করে বেশ কিছু verb TRANSITIVE & INTRANSITIVE দুই-ই হতে পারে।
Example :
⚫Requested by others, Rami recited.(intransitive)
⚫Rami will recite a poem in the up coming programme.(transitive)
বাক্য দুইটিতে Verb(recite)-কে প্রশ্ন করতে হবে।
রামি কি কিছু recite করেছিলো/করবে?
উত্তর যদি ‘হ্যা’ হয় তবে ধরে নিতে হবে Verb-টি Transitive.
দ্বিতীয় বাক্যে উত্তর ‘হ্যা’। রামি একটি কবিতা(a poem) Recite করবে। এখানে a poem একটি object। verb-কে প্রশ্ন করে object পাওয়া গেছে। তাই দ্বিতীয় বাক্যে recite verb-টি Transitive.
আর প্রথম বাক্যে recite verb-কে প্রশ্ন করে কোন উত্তর/object পাওয়া যাচ্ছে না। তাই এই verb-টি intransitive।
ধন্যবাদ।
Post writer : Tasnuba Tasnim Saki.