Rules: 01

একই বাক্যে 2টা  object বসলে object 2টি সাজানো যায় 2 ভাবে যথা-

  1. i) Indirect object (ব্যাক্তি) + direct object (বস্তু)
  2. ii) direct object (বস্তু) +to+ Indirect object(ব্যাক্তি)

যেমন-  I gave him a book. or I gave a book to him ব্যাক্তি বস্তু to ব্যাক্তি।

Rule: 02

Verb এর আগে  Subject বসে।

যেমন-  He / Him is going there (সঠিক উত্তর:  He কারণ is হলো  verb আর verb এর আগে object him is verb subject he বসানো যাচ্ছে না।

Rule: 03

verb এর পর object বসে।

যেমন- I like he/ him (সঠিক উত্তর:  him কারণ like হলো verb এবং verb এর পরে   subject he বসতে পারবে না।  verb এর পরে   object him বসবে।

Rule:04

Preposition এর পরে   object বসে।

যেমন- He comes to I/ me (সঠিক উত্তর:  me কারণ এখানে  to হলো  preposition তাই এর পরে  object me বসবে।

Rule: 05

Noun ও  Gerund এর আগে  possessive বসে।

যেমন- she likes me/ me singing (সঠিক উত্তর: my singing এখানে gerund তাই  gerund এর আগে  possessive my দিতে হবে।

NB, it এর  possessive হলো- its অন্যদিকে  its দ্বারা it is/ it was/ it has বুঝায়।

Rule- 06

Reflexive pronoun কখনও একা একা  subject এ বসতে পারে না তবে subject দেওয়া থাকলে সেই  subject এর পরে বসতে পারবে।

যেমন- Myself went there ভুল I myself went there সঠিক

Reflexive pronoun শুধু মাত্র transitive verb এর পরে এবং preposition এর  object হিসাবে ঐ transitive verb পরে বসে।

অথবা Preposition এর  object হিসাবে ঐ  preposition এর পরে বসে। এই ২ জায়গা বাদে অন্য জায়গায় বসলে Reflexive pronoun- কে emphatic pronoun বলা হবে।

  1. a) He killed himself. ( এখানে himself হলো reflexive pronoun কারণ এটা transitive verb object হিসেবে বসেছে।
  2. b) She is proud of herself. (এখানে herself হলো reflexive pronoun কারণ এটা preposition of এর object হিসেবে বসেছে।
  3. c) I myself went there. ( এখানে myself হলো emphasize pronoun. কারণ এটা myself verb এর object হিসেবেও বসেনি আবার  preposition এর  object হিসেবেও বসেনি।

Rule-7

কিছু কিছু  verb আছে যেগুলো বাক্যে বসালেই তারপর  reflexive pronoun দিতে হবে।

যেমন- absent avail, enjoy, pride, exert প্রয়োগ করা এরা যখন verb হিসেবে বসবে তখন এদের পরে ঐ বাক্যের subject থেকে reflexive pronoun তৈরি করে এই সব verb গুলোর ঠিক পরে বসতে হবে।

I absented myself from school yesterday ,  এখানে absent  হলো verb adjective নয়। তাই  absent verb এর পরে  reflexive pronoun myself দিতে হবে।

Pronoun খুব সহজেই বুঝতে নিচের ভিডিও টি দেখুন: