কেউ যদি English ভালোভাবে বুঝতে ও সুস্পষ্টভাবে বলতে চায় তবে তাকে English Language-এ থাকা কয়েকটি নীতিকে বেশ ভালো ভাবে গুরুত্ব দিতে হবে, সেগুলো হচ্ছে:
1. WORD ORDER.
2. PUNCTUATION.
3. TENSE & ASPECT.
4. DETERMINER.
5. CONNECTOR.
লেখার বা বলার ক্ষেত্রে একই বা ভিন্নভাবে এই নীতি গুলোর প্রয়োগ হয়ে থাকে। ইংরেজির সঠিক ব্যবহার এই নীতিগুলোকে সঠিকভাবে Observation এর মাধ্যমেই সম্ভব।

⚫WORD ORDER:
কতো গুলো শব্দের সমষ্টি হচ্ছে বাক্য।তাই বলে পরপর কতো গুলো শব্দ বসিয়ে দিলেই তা বাক্য হয়ে যায় না।একটি analytic language হিসেবে ইংরেজী ভাষা দুইটি শব্দের মধ্যকার সম্পর্ক বোঝাতে প্রচুর শব্দের ব্যবহার করে না। শব্দের মধ্যকার সম্পর্কটি মূলত বাক্যটির Word order দ্বারা নির্ধারিত হয়।
Word order হচ্ছে syntax-এর মূল term।
ইংরেজী ভাষায় sentence making-এর most basic fundamental word order হচ্ছে –
প্রথমে Subject, তারপরে Tense অনুযায়ী Verb,তার পরে Object, etc সবার শেষে যদি থাকে।
কোন বাক্যের word order যদি আমরা বদলে ফেলি তবে বাক্যের অর্থও অনেক ক্ষেত্রে বদলে যাবে।
Example:
◼ Alo is reciting a poem written by a small girl Ariya.

এবারে যদি আমরা এ বাক্যের word order change করে দেই-

◼ A small girl Ariya is reciting a poem written by Alo.

এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে, sentence-টির subject-কে Object করায় তার অর্থ পুরোটা বদলে গেলেও বাক্যটি এখনো grammatical, এখনো বাক্যটির একটা সুস্পষ্ট meaning আছে।
কিন্তু,অনেক ক্ষেত্রেই word order বদলে ফেললে যে বাক্যটি পাওয়া যায় তার কোন সুস্পষ্ট মানে থাকে না।
◼ Girl Alo Ariya written small poem a is by reciting.

এ বাক্যটিতে উপরের দুইটি Example এ যে সমস্ত শব্দ ব্যবহার করা হয়েছিলো ঠিক ততোগুলো শব্দ ব্যবহার করা হলেও এই sentence-টির word order ঠিক না থাকায় তার কোন যথাযথ মানে বুঝা যাচ্ছে না।

অর্থাৎ,কোন sentence-কে যথাযথভাবে Interpret করার ক্ষেত্রে word order maintain করা খুবই গুরুত্বপূর্ণ।

ধন্যবাদ।🙂

Writer: Tasnuba Tasnim Saki