Pronoun Reference | Unclear Pronoun
Pronoun Reference খুব সহজেই বুঝতে নিচের ভিডিও টি দেখুন:
Pronoun Reference খুব সহজেই বুঝতে নিচের ভিডিও টি দেখুন:
Special uses of Words and Phrases খুব সহজেই বুঝতে নিচের ভিডিও টি দেখুন:
➤Even though/Even if/Even when/Even so -এদের অর্থ একই রকম (যদিও/তবুও) হলেও ব্যবহারে ভিন্ন!
✪চলুন, সহজে বুঝি এবং মনে থাকবে এমনভাবে খুবই সহজ কোনো ব্যাখ্যা দেখি-
★Even অর্থ -এমনকি,
Though -যদিও ….. [অতীত-বর্তমানের সাহায্যকারী ],
if-যদি……. ………… [বর্তমান-ভবিষ্যতের সাহায্যকারী],
When-যেখানে. ….. [অতীত,বর্তমান অথবা ভবিষ্যতের সাহায্যকারী],
এবং So -সুতরাং…. [একটা গল্প/বাক্যের ফলাফল প্রকাশে সাহায্যকারী]!
★Even তার পরের শব্দগুলোকে তাদের অর্থ প্রকাশে জোর দেয়!
✰Even though:অতীতে একটা কাজে সফল বা ব্যার্থ হলেন কিন্তু তখন বা এখন তার বিপরীত ফল পেলেন বা যথেষ্ট না!
☞Even though he/she shared your post,it didn’t approved.
✰Even if: এখন বা ভবিষ্যতে একটা কাজের সফল বা ব্যার্থ হলেন কিন্তু তারপরও পরের ফলাফল বিপরীত বা যথেষ্ট না!
☞Even if this post will approve, won’t get more reaction or comment.
✰Even when: একটা কাজ করছেন কিন্তু ফলাফল তার বিপরীত!
☞Even when he is practicing salah ,thinking how to be a romantic model like SRK.
✰Even so: একটা গল্প/বাক্যের ফলাফল দ্বারা ইতি টানলেন যা তার পূর্বের আলোচনার বিপরীত/সাংঘর্ষিক !
☞There are billion of haters even so Dr Zakir Naik still practicing/performing on his way.
আমাদের এই পোস্টটি আপনার কাছে ভালো লাগলে পোস্টটি শেয়ার করে অন্যদেরও শেখার সুযোগ করে দিন।
Posted by Tanim Hasan
➤Finite Verb & Non-Finite Verb.
বাক্যের গুরুত্বপূর্ণ অংশ Verb যার প্রকারভেদের পরিধি অনেক এবং সব-প্রকার গঠিত যে দুই প্রকার
(Finite Verb & Non-Finite Verb) থেকে তা নিয়েই আজকের চেষ্টা!
✪বুঝার সুবিধার্থে Finite Verb (সমাপিকা ক্রিয়া)-কে নিব সহজ-সরল Verb এবং Non-Finite Verb (অসমাপিকা ক্রিয়া)-কে গাঢ়-ত্যাড়া Verb হিসেবে!
✰Finite Verb: V1, V2, Auxiliary+V(যেকোনো Verb).
✰Non-Finite Verb: to+ V1 (Infinitive), Auxiliary(নাই)+V3/Ving.
★সহজ-সরল-রা (Finite Verb) নিয়ম মেনে সোজা পথে চলে। যেমন-
*V1,V2 অথবা Auxiliary + Verb (Verb এর যেকোনো Form)!
★গাঢ়-ত্যাড়া-রা (Non-Finite Verb) শুধুই তাদের মতন করে চলে। যেমন-
* Auxiliary না থাকতেই Ving বসে (Continuous Tense)!
*Auxiliary ছাড়াই V3 বসে ( Perfect Tense)
*to+V1 (to বসে Verb-কে V1 না থাকলেও V1 বানায় এবং Ving হলে ing- কে Remove করে দেয়!)
☞I “was watched” (Finite) a video on this topic from Grammar World.
☞We “have” (Finite) “to know” (Non-Finite) English well for our career.
Posted by Tanim Hasan
Rules: 01
একই বাক্যে 2টা object বসলে object 2টি সাজানো যায় 2 ভাবে যথা-
যেমন- I gave him a book. or I gave a book to him ব্যাক্তি বস্তু to ব্যাক্তি।
Rule: 02
Verb এর আগে Subject বসে।
যেমন- He / Him is going there (সঠিক উত্তর: He কারণ is হলো verb আর verb এর আগে object him is verb subject he বসানো যাচ্ছে না।
Rule: 03
verb এর পর object বসে।
যেমন- I like he/ him (সঠিক উত্তর: him কারণ like হলো verb এবং verb এর পরে subject he বসতে পারবে না। verb এর পরে object him বসবে।
Rule:04
Preposition এর পরে object বসে।
যেমন- He comes to I/ me (সঠিক উত্তর: me কারণ এখানে to হলো preposition তাই এর পরে object me বসবে।
Rule: 05
Noun ও Gerund এর আগে possessive বসে।
যেমন- she likes me/ me singing (সঠিক উত্তর: my singing এখানে gerund তাই gerund এর আগে possessive my দিতে হবে।
NB, it এর possessive হলো- its অন্যদিকে its দ্বারা it is/ it was/ it has বুঝায়।
Rule- 06
Reflexive pronoun কখনও একা একা subject এ বসতে পারে না তবে subject দেওয়া থাকলে সেই subject এর পরে বসতে পারবে।
যেমন- Myself went there ভুল I myself went there সঠিক
Reflexive pronoun শুধু মাত্র transitive verb এর পরে এবং preposition এর object হিসাবে ঐ transitive verb পরে বসে।
অথবা Preposition এর object হিসাবে ঐ preposition এর পরে বসে। এই ২ জায়গা বাদে অন্য জায়গায় বসলে Reflexive pronoun- কে emphatic pronoun বলা হবে।
Rule-7
কিছু কিছু verb আছে যেগুলো বাক্যে বসালেই তারপর reflexive pronoun দিতে হবে।
যেমন- absent avail, enjoy, pride, exert প্রয়োগ করা এরা যখন verb হিসেবে বসবে তখন এদের পরে ঐ বাক্যের subject থেকে reflexive pronoun তৈরি করে এই সব verb গুলোর ঠিক পরে বসতে হবে।
I absented myself from school yesterday , এখানে absent হলো verb adjective নয়। তাই absent verb এর পরে reflexive pronoun myself দিতে হবে।
Pronoun খুব সহজেই বুঝতে নিচের ভিডিও টি দেখুন: