Even though/Even if/Even when/Even so

Even though/Even if/Even when/Even so

➤Even though/Even if/Even when/Even so -এদের অর্থ একই রকম (যদিও/তবুও) হলেও ব্যবহারে ভিন্ন!
✪চলুন, সহজে বুঝি এবং মনে থাকবে এমনভাবে খুবই সহজ কোনো ব্যাখ্যা দেখি-

★Even অর্থ -এমনকি,
Though -যদিও ….. [অতীত-বর্তমানের সাহায্যকারী ],
if-যদি……. ………… [বর্তমান-ভবিষ্যতের সাহায্যকারী],
When-যেখানে. ….. [অতীত,বর্তমান অথবা ভবিষ্যতের সাহায্যকারী],
এবং So -সুতরাং…. [একটা গল্প/বাক্যের ফলাফল প্রকাশে সাহায্যকারী]!

★Even তার পরের শব্দগুলোকে তাদের অর্থ প্রকাশে জোর দেয়!

✰Even though:অতীতে একটা কাজে সফল বা ব্যার্থ হলেন কিন্তু তখন বা এখন তার বিপরীত ফল পেলেন বা যথেষ্ট না!
☞Even though he/she shared your post,it didn’t approved.

✰Even if: এখন বা ভবিষ্যতে একটা কাজের সফল বা ব্যার্থ হলেন কিন্তু তারপরও পরের ফলাফল বিপরীত বা যথেষ্ট না!
☞Even if this post will approve, won’t get more reaction or comment.

✰Even when: একটা কাজ করছেন কিন্তু ফলাফল তার বিপরীত!
☞Even when he is practicing salah ,thinking how to be a romantic model like SRK.

✰Even so: একটা গল্প/বাক্যের ফলাফল দ্বারা ইতি টানলেন যা তার পূর্বের আলোচনার বিপরীত/সাংঘর্ষিক !
☞There are billion of haters even so Dr Zakir Naik still practicing/performing on his way.

আমাদের এই পোস্টটি আপনার কাছে ভালো লাগলে পোস্টটি শেয়ার করে অন্যদেরও শেখার সুযোগ করে দিন।

Posted by Tanim Hasan

 

Finite Verb & Non-Finite Verb.

Finite Verb & Non-Finite Verb.

Finite Verb & Non-Finite Verb.
বাক্যের গুরুত্বপূর্ণ অংশ Verb যার প্রকারভেদের পরিধি অনেক এবং সব-প্রকার গঠিত যে দুই প্রকার
(Finite Verb & Non-Finite Verb) থেকে তা নিয়েই আজকের চেষ্টা!
✪বুঝার সুবিধার্থে Finite Verb (সমাপিকা ক্রিয়া)-কে নিব সহজ-সরল Verb এবং Non-Finite Verb (অসমাপিকা ক্রিয়া)-কে গাঢ়-ত্যাড়া Verb হিসেবে!

✰Finite Verb: V1, V2, Auxiliary+V(যেকোনো Verb).
✰Non-Finite Verb: to+ V1 (Infinitive), Auxiliary(নাই)+V3/Ving.

★সহজ-সরল-রা (Finite Verb) নিয়ম মেনে সোজা পথে চলে। যেমন-
*V1,V2 অথবা Auxiliary + Verb (Verb এর যেকোনো Form)!

★গাঢ়-ত্যাড়া-রা (Non-Finite Verb) শুধুই তাদের মতন করে চলে। যেমন-
* Auxiliary না থাকতেই Ving বসে (Continuous Tense)!
*Auxiliary ছাড়াই V3 বসে ( Perfect Tense)
*to+V1 (to বসে Verb-কে V1 না থাকলেও V1 বানায় এবং Ving হলে ing- কে Remove করে দেয়!)

☞I “was watched” (Finite) a video on this topic from Grammar World.
☞We “have” (Finite) “to know” (Non-Finite) English well for our career.

Posted by Tanim Hasan

 

Usages of Pronouns

Usages of Pronouns

Rules: 01

একই বাক্যে 2টা  object বসলে object 2টি সাজানো যায় 2 ভাবে যথা-

  1. i) Indirect object (ব্যাক্তি) + direct object (বস্তু)
  2. ii) direct object (বস্তু) +to+ Indirect object(ব্যাক্তি)

যেমন-  I gave him a book. or I gave a book to him ব্যাক্তি বস্তু to ব্যাক্তি।

Rule: 02

Verb এর আগে  Subject বসে।

যেমন-  He / Him is going there (সঠিক উত্তর:  He কারণ is হলো  verb আর verb এর আগে object him is verb subject he বসানো যাচ্ছে না।

Rule: 03

verb এর পর object বসে।

যেমন- I like he/ him (সঠিক উত্তর:  him কারণ like হলো verb এবং verb এর পরে   subject he বসতে পারবে না।  verb এর পরে   object him বসবে।

Rule:04

Preposition এর পরে   object বসে।

যেমন- He comes to I/ me (সঠিক উত্তর:  me কারণ এখানে  to হলো  preposition তাই এর পরে  object me বসবে।

Rule: 05

Noun ও  Gerund এর আগে  possessive বসে।

যেমন- she likes me/ me singing (সঠিক উত্তর: my singing এখানে gerund তাই  gerund এর আগে  possessive my দিতে হবে।

NB, it এর  possessive হলো- its অন্যদিকে  its দ্বারা it is/ it was/ it has বুঝায়।

Rule- 06

Reflexive pronoun কখনও একা একা  subject এ বসতে পারে না তবে subject দেওয়া থাকলে সেই  subject এর পরে বসতে পারবে।

যেমন- Myself went there ভুল I myself went there সঠিক

Reflexive pronoun শুধু মাত্র transitive verb এর পরে এবং preposition এর  object হিসাবে ঐ transitive verb পরে বসে।

অথবা Preposition এর  object হিসাবে ঐ  preposition এর পরে বসে। এই ২ জায়গা বাদে অন্য জায়গায় বসলে Reflexive pronoun- কে emphatic pronoun বলা হবে।

  1. a) He killed himself. ( এখানে himself হলো reflexive pronoun কারণ এটা transitive verb object হিসেবে বসেছে।
  2. b) She is proud of herself. (এখানে herself হলো reflexive pronoun কারণ এটা preposition of এর object হিসেবে বসেছে।
  3. c) I myself went there. ( এখানে myself হলো emphasize pronoun. কারণ এটা myself verb এর object হিসেবেও বসেনি আবার  preposition এর  object হিসেবেও বসেনি।

Rule-7

কিছু কিছু  verb আছে যেগুলো বাক্যে বসালেই তারপর  reflexive pronoun দিতে হবে।

যেমন- absent avail, enjoy, pride, exert প্রয়োগ করা এরা যখন verb হিসেবে বসবে তখন এদের পরে ঐ বাক্যের subject থেকে reflexive pronoun তৈরি করে এই সব verb গুলোর ঠিক পরে বসতে হবে।

I absented myself from school yesterday ,  এখানে absent  হলো verb adjective নয়। তাই  absent verb এর পরে  reflexive pronoun myself দিতে হবে।

Pronoun খুব সহজেই বুঝতে নিচের ভিডিও টি দেখুন: