Difference between Badly and Hardly

Difference between Badly and Hardly
☞উপরের শব্দদুটির অর্থ বুঝতে বেশিরভাগ মানুষ ই ভুল করি। আমরা মনে করি Badly অর্থ খারাপভাবে আর Hardly অর্থ কঠিনভাবে। আসলে এই শব্দগুলোর অর্থ কিন্তু তা নয়।

➤Bad শব্দের অর্থ আমরা জানি, ‘খারাপ’। এটি মূলত adjective। কিন্তু, badly শব্দের অর্থ হলো, তীব্রভাবে/ খুব/ জরুরী। উদাহরণ হিসেবে বলা যায়,

He badly needs medical treatment (তার জরুরী ভিত্তিতে চিকিৎসা প্রয়োজন)
I badly need a pen (আমার একটি কলম খুব দরকার)।

➤ঠিক তেমনিভাবে Hard শব্দের অর্থ ‘কঠিন/ শক্ত’। কিন্তু hardly শব্দের অর্থ ‘কদাচিৎ/ সচারচর না/ না বললেও চলে’। উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে।
We hardly meet. অর্থ- আমরা কদাচিৎ দেখাসাক্ষাৎ করি অর্থাৎ সাক্ষাৎ করিনা বললেও চলে।
He hardly calls me. (সে আমাকে কালেভদ্রে ফোন করে অর্থাৎ ফোন করেনা বললেও চলে)।

আশা করছি আপনাদের নতুন কিছু জানাতে পেরেছি। কোন প্রশ্ন থাকলে নিচে মন্তব্য করুন।
ধন্যবাদ🙂🙂

Posted by:Mehedi Sagor

Even though/Even if/Even when/Even so

Even though/Even if/Even when/Even so

➤Even though/Even if/Even when/Even so -এদের অর্থ একই রকম (যদিও/তবুও) হলেও ব্যবহারে ভিন্ন!
✪চলুন, সহজে বুঝি এবং মনে থাকবে এমনভাবে খুবই সহজ কোনো ব্যাখ্যা দেখি-

★Even অর্থ -এমনকি,
Though -যদিও ….. [অতীত-বর্তমানের সাহায্যকারী ],
if-যদি……. ………… [বর্তমান-ভবিষ্যতের সাহায্যকারী],
When-যেখানে. ….. [অতীত,বর্তমান অথবা ভবিষ্যতের সাহায্যকারী],
এবং So -সুতরাং…. [একটা গল্প/বাক্যের ফলাফল প্রকাশে সাহায্যকারী]!

★Even তার পরের শব্দগুলোকে তাদের অর্থ প্রকাশে জোর দেয়!

✰Even though:অতীতে একটা কাজে সফল বা ব্যার্থ হলেন কিন্তু তখন বা এখন তার বিপরীত ফল পেলেন বা যথেষ্ট না!
☞Even though he/she shared your post,it didn’t approved.

✰Even if: এখন বা ভবিষ্যতে একটা কাজের সফল বা ব্যার্থ হলেন কিন্তু তারপরও পরের ফলাফল বিপরীত বা যথেষ্ট না!
☞Even if this post will approve, won’t get more reaction or comment.

✰Even when: একটা কাজ করছেন কিন্তু ফলাফল তার বিপরীত!
☞Even when he is practicing salah ,thinking how to be a romantic model like SRK.

✰Even so: একটা গল্প/বাক্যের ফলাফল দ্বারা ইতি টানলেন যা তার পূর্বের আলোচনার বিপরীত/সাংঘর্ষিক !
☞There are billion of haters even so Dr Zakir Naik still practicing/performing on his way.

আমাদের এই পোস্টটি আপনার কাছে ভালো লাগলে পোস্টটি শেয়ার করে অন্যদেরও শেখার সুযোগ করে দিন।

Posted by Tanim Hasan

 

Finite Verb & Non-Finite Verb.

Finite Verb & Non-Finite Verb.

Finite Verb & Non-Finite Verb.
বাক্যের গুরুত্বপূর্ণ অংশ Verb যার প্রকারভেদের পরিধি অনেক এবং সব-প্রকার গঠিত যে দুই প্রকার
(Finite Verb & Non-Finite Verb) থেকে তা নিয়েই আজকের চেষ্টা!
✪বুঝার সুবিধার্থে Finite Verb (সমাপিকা ক্রিয়া)-কে নিব সহজ-সরল Verb এবং Non-Finite Verb (অসমাপিকা ক্রিয়া)-কে গাঢ়-ত্যাড়া Verb হিসেবে!

✰Finite Verb: V1, V2, Auxiliary+V(যেকোনো Verb).
✰Non-Finite Verb: to+ V1 (Infinitive), Auxiliary(নাই)+V3/Ving.

★সহজ-সরল-রা (Finite Verb) নিয়ম মেনে সোজা পথে চলে। যেমন-
*V1,V2 অথবা Auxiliary + Verb (Verb এর যেকোনো Form)!

★গাঢ়-ত্যাড়া-রা (Non-Finite Verb) শুধুই তাদের মতন করে চলে। যেমন-
* Auxiliary না থাকতেই Ving বসে (Continuous Tense)!
*Auxiliary ছাড়াই V3 বসে ( Perfect Tense)
*to+V1 (to বসে Verb-কে V1 না থাকলেও V1 বানায় এবং Ving হলে ing- কে Remove করে দেয়!)

☞I “was watched” (Finite) a video on this topic from Grammar World.
☞We “have” (Finite) “to know” (Non-Finite) English well for our career.

Posted by Tanim Hasan

 

Learning through Common Mistakes

Learning through Common Mistakes

📌 ‘Habit’ নাকি ‘custom’ শব্দ দুটির যথাযথ ব্যবহার নিয়ে আমরা প্রায়ই ঝামেলায় পড়ি!

একটু সহজে বুঝতে Habit এবং Custom এর পার্থক্যটা দেখে নিই :

‘Habit’ ব্যক্তির আচরণ বা অভ্যাস নির্দেশ করে।
অপরদিকে, ‘Custom’ একটি সমাজ, জাতি বা দেশের প্রথা বা রীতি নীতি ও আচরণ নির্দেশ করে।

এবার কিছু Example দেখা যাক :
◆Habit :
Don’t say — Telling lies is a very bad custom.
Say– Telling lies is a very bad habit.

◆Custom :
Don’t say– The Chinese have strange habits.
Say– The Chinese have strange customs.

Marconi is an Italian who follows his clan’s strange ___.
a) habits
b)customs
এবার উপরের প্রশ্নটির উত্তর কমেন্ট করে জানিয়ে দিন।

Learning through Common Mistakes:1
Posted By: Jarin Tahsin Trina

Exercise of Rules of Correction

Exercise of Rules of Correction

Exercise-01

The following sentence are grammatically incorrect, find out the incorrect part of the Sentence

  1. a) one of the students in the class are absent today
  2. b) His grasp of many areas of radio and television technology make it easy for him to find a job
  3. c) Each man and each woman have to consider how to react to such in emergency.
  4. d) Te best time to take a nap are the two hours after lunch
  5. e) The jury agree on the verdict
  6. f) The jury disagrees on the verdict
  7. g) One of the men who is being considered for the job is from Dhaka University
  8. h) Neither of the two women wants their office renovated
  9. i) No one would wish to lose all of their money in the stock market
  10. j) one can get a great deal of information on world religions if they go to the library
  11. k) A parent should never allow themselves to neglect their children.

Answer key

  1. a) are এর পরিবর্তে is
  2. b) make এর পরিবর্তে makes
  3. c) have এর পরিবর্তে has
  4. d) are এর পরিবর্তে is
  5. e) agree এর পরিবর্তে agree
  6. f) disagrees এর পরিবর্তে disagree
  7. g) প্রথম is এর পরিবর্তে are
  8. h) their এর পরিবর্তে her
  9. i) their এর পরিবর্তে his
  10. j) they go এর পরিবর্তে he goes
  11. k) themselves এর পরিবর্তে himself এবং their এর পরিবর্তে his

Exercise-02

The following sentence are grammatically wrong: Re-Write the sentences correctly

  1. a) Birds have to learn using their wings
  2. b) I hesitate saying what I mean
  3. c) Do you hope getting your degree next year?
  4. d) He surely expects paying all of his bills?
  5. e) I will never consider to leave this job
  6. f) Many people avoid to wear safety belts when the drive
  7. g) Do you enjoy to be in the USA?
  8. h) Did Paul object to pick you up?
  9. i) Focus teachers insists on the correct their students mistakes
  10. j) The actress seems eager going on stage
  11. k) I am looking for someone qualified typing a thesis

Answer key

  1. a) using to use
  2. b) saying to say
  3. c) getting এর জায়গায় to get
  4. d) paying এর জায়গায় to pay
  5. e) to leave এর জায়গায় leaving
  6. f) to wear এর জায়গায় wearing
  7. g) to be এর জায়গায় being
  8. h) pick এর জায়গায় picking
  9. i) to correct এর জায়গায় correcting
  10. j) going to এর জায়গায় go
  11. k) typing to এর জায়গায় type

Exercise -03

Correct the following sentences

  1. a) There has been a considerably change in the weather
  2. b) The teacher explained the problem quick
  3. c) This exercise is relative easy
  4. d) Mr. Phillip is real good teacher
  5. e) The girl looked very well
  6. f) The physician appeared nervously when he talked to the patient
  7. g) I felt badly about forgetting the appointment
  8. h) He made considerable more progress than I
  9. i) The dog remained faithfully to its latest until the end
  10. j) Moni hasn’t never seen a copy of our latest book
  11. k) Several people arrived too lately to be admitted to the performance

Answer key

  1. a) considerably এর স্থলে considerable
  2. b) quick এর স্থলে quickly
  3. c) relative এর স্থলে relatively
  4. d) real এর স্থলে really
  5. e) well এর স্থলে good
  6. f) nervously এর স্থলে nervous
  7. g) badly এর স্থলে bad
  8. h) considerable এর স্থলে considerable
  9. i) faithfully এর স্থলে faithful
  10. j) never এর স্থলে ever
  11. k) lately এর স্থলে late

Exercise -04

Write the correct form of the verb given is the bracket

  1. a) Monira——( Practice) the piano everyday
  2. b) John always ——(hate) smoke
  3. c) Jorge, cousin of my friend——( swim) right now
  4. d) I was surprised to learn that she——(Be) injured in an accident.
  5. e) The librarian wanted to know where I——(lose) the book
  6. f) Shimu—— (write) a letter to her family when her pencil——(break)
  7. g) At one time Mr. Roberts—— (own) this building
  8. h) Bobby—— (see) this movies before
  9. i) Masum—— (live) in Dhaka for five years When his parents came to visit him
  10. j) Maria——(enter) the university after she——( graduate) from the community college
  11. k) We—— (begin, negative) to study for the test yet

 

Answer key

  1. a) Practices b) hates c) is swimming d) had been e) had lost f) was writing , broke g) owned h) has been i) had lived j) entered, had graduated k) have not begum
Rules of Correction

Rules of Correction

Rule:1-

কাজ অর্থে Work শব্দটি plural হয় না। plural form works বুঝায় কোন লেখকের লেখাকে।

Inc: I have many works to do.

Cor: I have a lot of work to do

Inc: The work of Nazrul Islam are many

Cor: The works of Nazrul Islam are many

Rule-2

All শব্দটি everything বুঝালে Verb singular হয়। অন্যদিকে all hw` everybody বুঝায় তবে Verb plural  হয়।

Inc: All are lost, nothing is left

Cor: All is lost , nothing is left

Inc: All of us is present

Cor: All of us are present

Rule-3

একাধিক যে কোন কিছু বুঝাতে এমন কি দুইয়ের কম হলেও noun অবশ্যই Plural  ব্যবহার করতে হবে।

Inc: I read it in one and a half hour

Cor: I read it in one and a half hours

Rule-04

No এবং No

No অর্থ হচ্ছে not any ইহা adjective  হিসেবে noun কে qulify করে। কিন্তু noun যদি অন্য adjective যেমন- any, much, enough.  ইত্যাদি দ্বারা modified  হয়ে থাকে তবে on এর পরিবর্তে adverb not  ব্যবহার করতে হয়।

যেমন-

Inc: I have no any mistakes in diction

Cor: I have not any mistakes in diction

Inc: I have not mistakes in diction

Cor: I have no mistakes in dietion

 

Note: mistakes এখানে noun তাই no adverb দিয়ে  modify করা ভুল হয়েছে।

উল্লেখ্য যে- No adverb  হিসেবে একমাত্র comparative form এর আগে বসতে পারে। যেমন-  I have no more to say.

Rule-05

Others একটি Pronoun adjective নয়। তাই কখনো noun এর সামনে বসে noun  কে modify করতে পারে না। আর other হচ্ছে একটি  adjective তাই ইহা noun এর সামনে বসে noun কে modify করতে পারে। যেমন-

Inc: The others student (Noun) are not present

Cor: The other students are not present

Rule-06

its হচ্ছে একটি possessive adjective তাই ইহা noun কে modify করে। অপরদিকে it’s হচ্চে it’s  এর সংক্ষিপ্তরূপ। যেমন-

Inc: The baby is crying for it’s mother

Cor: The baby is crying for its mother

Inc: Its raining cats and dogs

Cor: It’s raining cats and dogs

Rule-07

Later and latter

Later সময় refer করে আর latter শব্দটি বুঝায় দুটির দ্বিতীয়টি। যেমন-

Inc: Chittagong and Dhaka are large cities the later has a population of over a core.

Cor: Chittagong and Dhaka are large cities

Inc: She came to school latter than I

Cor: She came to school later than I

Rule-08

Less and Fewer

Less শব্দটি amount, quanity, value ইত্যাদির পূর্বে অর্থাৎ Uncountable noun এর পূর্বে বসে। Fewer number শব্দটি কে ইংগিত করে অর্থাৎ ইহা সর্বদাই countable noun এর পূর্বে বসে।

যেমন-

Inc: They have less books than I have

Cor: They have fewer books than I have

Rule-09

Each and every

Each শব্দটি বেশি individual এবংspecific ইহা সাধারণত দুটি বা ততোধিক হতে প্রত্যেককে one by one বুঝাতে ব্যবহৃত হয়। আর every কখনো দুটি থেকে একটি পৃথক করে বুঝাতে ব্যবহৃত হয়না বরং দুয়ের অধিকের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

যেমন-

Inc: Every one of the two boys was wrong

Cor: Each one of the two boys was wrong

 

উল্লেখ্যঃ  Every শুধু adjective তাই pronoun  হিসেবে ( every+of+ noun/ pronoun) every  এর ব্যবহার incorrect অপরদিকে each হচ্ছে একই সাথে adjective  ও pronoun তাই Each + nounI Each +of +noun/pronoun  এ দুই structure correct

যেমন-

Every boy was honest . Each boy was honest কিন্তু Every of them was present বলা যাবে না।  বলতে হবে Each of them was present.

Rule-10

Hard and hardly

Hard একটি  adverb of manner  যার অর্থ হচ্ছে severely আর Hardly একটি adverb of frequency  যার অর্থ হচ্ছে not quite বা scarcely ইহা সর্বদাই একটি না বোধক অর্থ দেয়।

Inc: He tried hardly to be a student of DU.

Cor: He tried hard to be a student of DU,

Inc: The hardly do not come to our house

Cor: They hardly come to our house

Rule-11

Verb and too

Verb শব্দটি adjective  বা adverb কে stronger করার জন্য ব্যবহৃত হয়। verb এর জায়গায় too ব্যবহার করা যায় না। আর Too অর্থ হচ্ছে more than enough or so much যার কারণে আরো কিছু একটা ঘটে। যেমন- It is very hot in summer বললে বাক্যটি এখানেই complete হয়ে যায়।কিন্তু very এর জায়গায় too ব্যবহার করলে incomplete থেকে যাবে। কেননা তখন প্রশ্ন হয়- Too hot for waht? তাই বাক্যটি Complete করার জন্য বলতে হবে too hot to play cricket এখানেও too এর জায়গায় very ব্যবহার করা যাবে না।

Inc: It is too cold in the winter

Cor: It is very cold in the winter

Inc: It is now very hot to play cricket

Cor: It is now too hot to play cricket

Rule-12

Since and for

for ঐ সব phrase  এর আগে বসে যা একটি period of time কে বুঝায়। আর since বসে point of time এর আগে।

I have been living here since 10 years এ বাক্য 10 years  একটি period of time তাই since এর ব্যবহার incorrect বলতে হবে I have been living here of 10 years

Inc: I have been living her for 1999 (1999 একটি point of time)

Cor: I have been living her since 1999

Rule: 13

never, seldom, rarely, neither, nor, no, sooner, ইত্যাদি যখন কোন complete clause এর আগে তখন  টি verb অবশ্যই subject এর আগে চলে আসে।

যেমন-

Inc: Never I have heard of such a thing

Cor: Never have I heard of such a thing

Rule-14

Let এর পর infinitive এর to ইহা থাকে যেমন-

Inc: His father would not let him to go

Cor: His father would not let him go.

Rule-15

any- either

Either বুজায় one or the other of the two  আর any  বুঝায় one of the three or more  তাই দুটির ক্ষেত্রে any এবং দুইয়ের অধিকের ক্ষেত্রে either ব্যবহার করা ভুল হবে।

যেমন-

Inc: Any of these two books is good

Cor: Either of these two books is good

Inc: Either of these three books will do

Cor: Any of these three books will do

Rule-16

দুটির বা দুজনের কেউই করেনি—এমনটি বুঝাতে এর পরিবর্তে Neither বসে।

যেমন-

Inc: Both of them did not go to school

Cor: Neither of them went to school

Inc: Both of my parents did not tell a lie

Cor: Neither of my parents told a lie

 

 

+ কতিপয় Intransitive Verb  রয়েছে যেগুলোর হয় না। যথা-

 

die appear seem disappear
happen belong allude  occur
ensure result  comprise perish
refer issue  indulge wonder

 

Incorrect: It was appeared

Correct: It appeared