Even though/Even if/Even when/Even so

Even though/Even if/Even when/Even so

➤Even though/Even if/Even when/Even so -এদের অর্থ একই রকম (যদিও/তবুও) হলেও ব্যবহারে ভিন্ন!
✪চলুন, সহজে বুঝি এবং মনে থাকবে এমনভাবে খুবই সহজ কোনো ব্যাখ্যা দেখি-

★Even অর্থ -এমনকি,
Though -যদিও ….. [অতীত-বর্তমানের সাহায্যকারী ],
if-যদি……. ………… [বর্তমান-ভবিষ্যতের সাহায্যকারী],
When-যেখানে. ….. [অতীত,বর্তমান অথবা ভবিষ্যতের সাহায্যকারী],
এবং So -সুতরাং…. [একটা গল্প/বাক্যের ফলাফল প্রকাশে সাহায্যকারী]!

★Even তার পরের শব্দগুলোকে তাদের অর্থ প্রকাশে জোর দেয়!

✰Even though:অতীতে একটা কাজে সফল বা ব্যার্থ হলেন কিন্তু তখন বা এখন তার বিপরীত ফল পেলেন বা যথেষ্ট না!
☞Even though he/she shared your post,it didn’t approved.

✰Even if: এখন বা ভবিষ্যতে একটা কাজের সফল বা ব্যার্থ হলেন কিন্তু তারপরও পরের ফলাফল বিপরীত বা যথেষ্ট না!
☞Even if this post will approve, won’t get more reaction or comment.

✰Even when: একটা কাজ করছেন কিন্তু ফলাফল তার বিপরীত!
☞Even when he is practicing salah ,thinking how to be a romantic model like SRK.

✰Even so: একটা গল্প/বাক্যের ফলাফল দ্বারা ইতি টানলেন যা তার পূর্বের আলোচনার বিপরীত/সাংঘর্ষিক !
☞There are billion of haters even so Dr Zakir Naik still practicing/performing on his way.

আমাদের এই পোস্টটি আপনার কাছে ভালো লাগলে পোস্টটি শেয়ার করে অন্যদেরও শেখার সুযোগ করে দিন।

Posted by Tanim Hasan

 

Finite Verb & Non-Finite Verb.

Finite Verb & Non-Finite Verb.

Finite Verb & Non-Finite Verb.
বাক্যের গুরুত্বপূর্ণ অংশ Verb যার প্রকারভেদের পরিধি অনেক এবং সব-প্রকার গঠিত যে দুই প্রকার
(Finite Verb & Non-Finite Verb) থেকে তা নিয়েই আজকের চেষ্টা!
✪বুঝার সুবিধার্থে Finite Verb (সমাপিকা ক্রিয়া)-কে নিব সহজ-সরল Verb এবং Non-Finite Verb (অসমাপিকা ক্রিয়া)-কে গাঢ়-ত্যাড়া Verb হিসেবে!

✰Finite Verb: V1, V2, Auxiliary+V(যেকোনো Verb).
✰Non-Finite Verb: to+ V1 (Infinitive), Auxiliary(নাই)+V3/Ving.

★সহজ-সরল-রা (Finite Verb) নিয়ম মেনে সোজা পথে চলে। যেমন-
*V1,V2 অথবা Auxiliary + Verb (Verb এর যেকোনো Form)!

★গাঢ়-ত্যাড়া-রা (Non-Finite Verb) শুধুই তাদের মতন করে চলে। যেমন-
* Auxiliary না থাকতেই Ving বসে (Continuous Tense)!
*Auxiliary ছাড়াই V3 বসে ( Perfect Tense)
*to+V1 (to বসে Verb-কে V1 না থাকলেও V1 বানায় এবং Ving হলে ing- কে Remove করে দেয়!)

☞I “was watched” (Finite) a video on this topic from Grammar World.
☞We “have” (Finite) “to know” (Non-Finite) English well for our career.

Posted by Tanim Hasan

 

Adverb of Frequency

Adverb of Frequency

Instructor: Tahmid Hasan

Topic: Adverb of frequency

যে word, verb -এর ব্যাপারে অতিরিক্ত তথ্য দেয় তা হলো “Adverb”.
আর অতিরিক্ত তথ্যের ধরনটা যদি এমন হয় যে কাজটা কতো ঘনঘন/কতবার ঘটে তাহলে সে adverb হলো “Adverb of frequency”.

যেমন : আমি সর্বদা ক্রিকেট খেলি
= I always play cricket

এখানে “play” হলো verb আর “always” হলো adverb of frequency
[ always বলতে বুঝা যায় যে কাজ টা প্রতিদিন / ঘনঘন করা বুঝায়]

List of adverb of frequency :
সেগুলোকে শতকরায় সাজালে ভালো ভাবে বুঝা যায়—-
Always = সর্বদা (100%)
Usually= সচরাচর(90%)
Normally/Generally=সাধারণত (80%)
Often/Frequently=প্রায়ই(70%)
Sometimes =মাঝে মাঝে (50%)
Occasionally=কখনো কখনো/ কোনো উপলক্ষে (30%)
Seldom= কদাচিৎ/ করা হয়না বললে চলে(10%)
Rarely=কদাচিৎ/ করা হয়না বললে চলে(5%)
Never= কখনোই না( 0%)

more examples :

1.আমি মাঝে মাঝে ফুচকা খাই
= Sometimes I eat fuckha

2.সে ফুটবল খেলে না বললেই চলে
= He rarely play football

3.তারা কখনোই বইটি পড়ে না
= They never read this book.

now it’s your turn ☺
write an example of this topic in comment box.☺

Content Writer: Rukaiya Akter Hafsahhttps://youtu.be/D-U8tjlslMs