Usages of Pronouns

Usages of Pronouns

Rules: 01

একই বাক্যে 2টা  object বসলে object 2টি সাজানো যায় 2 ভাবে যথা-

  1. i) Indirect object (ব্যাক্তি) + direct object (বস্তু)
  2. ii) direct object (বস্তু) +to+ Indirect object(ব্যাক্তি)

যেমন-  I gave him a book. or I gave a book to him ব্যাক্তি বস্তু to ব্যাক্তি।

Rule: 02

Verb এর আগে  Subject বসে।

যেমন-  He / Him is going there (সঠিক উত্তর:  He কারণ is হলো  verb আর verb এর আগে object him is verb subject he বসানো যাচ্ছে না।

Rule: 03

verb এর পর object বসে।

যেমন- I like he/ him (সঠিক উত্তর:  him কারণ like হলো verb এবং verb এর পরে   subject he বসতে পারবে না।  verb এর পরে   object him বসবে।

Rule:04

Preposition এর পরে   object বসে।

যেমন- He comes to I/ me (সঠিক উত্তর:  me কারণ এখানে  to হলো  preposition তাই এর পরে  object me বসবে।

Rule: 05

Noun ও  Gerund এর আগে  possessive বসে।

যেমন- she likes me/ me singing (সঠিক উত্তর: my singing এখানে gerund তাই  gerund এর আগে  possessive my দিতে হবে।

NB, it এর  possessive হলো- its অন্যদিকে  its দ্বারা it is/ it was/ it has বুঝায়।

Rule- 06

Reflexive pronoun কখনও একা একা  subject এ বসতে পারে না তবে subject দেওয়া থাকলে সেই  subject এর পরে বসতে পারবে।

যেমন- Myself went there ভুল I myself went there সঠিক

Reflexive pronoun শুধু মাত্র transitive verb এর পরে এবং preposition এর  object হিসাবে ঐ transitive verb পরে বসে।

অথবা Preposition এর  object হিসাবে ঐ  preposition এর পরে বসে। এই ২ জায়গা বাদে অন্য জায়গায় বসলে Reflexive pronoun- কে emphatic pronoun বলা হবে।

  1. a) He killed himself. ( এখানে himself হলো reflexive pronoun কারণ এটা transitive verb object হিসেবে বসেছে।
  2. b) She is proud of herself. (এখানে herself হলো reflexive pronoun কারণ এটা preposition of এর object হিসেবে বসেছে।
  3. c) I myself went there. ( এখানে myself হলো emphasize pronoun. কারণ এটা myself verb এর object হিসেবেও বসেনি আবার  preposition এর  object হিসেবেও বসেনি।

Rule-7

কিছু কিছু  verb আছে যেগুলো বাক্যে বসালেই তারপর  reflexive pronoun দিতে হবে।

যেমন- absent avail, enjoy, pride, exert প্রয়োগ করা এরা যখন verb হিসেবে বসবে তখন এদের পরে ঐ বাক্যের subject থেকে reflexive pronoun তৈরি করে এই সব verb গুলোর ঠিক পরে বসতে হবে।

I absented myself from school yesterday ,  এখানে absent  হলো verb adjective নয়। তাই  absent verb এর পরে  reflexive pronoun myself দিতে হবে।

Pronoun খুব সহজেই বুঝতে নিচের ভিডিও টি দেখুন:

বাক্য Though/ Although এর ব্যাবহার

বাক্য Though/ Although এর ব্যাবহার

Content Writer: Tasfia Mim

★ যখন একই বাক্যে দুটি বিপরীত বক্তব্য প্রদান করা হয় এবং বাংলা বাক্যে, যদিও…….. তবুও এই দুটি শব্দ থাকে তখন আমরা Though /Although ব্যাবহার করি

** যদিও = Though/ Although
** তবুও = ( , ) কমা

# Though Bangladesh is a small country, it has three world heritage sites, যদিও বাংলাদেশ একটা ছোট দেশ তবে এদেশে বিশ্ব ঐতিহ্য মোট তিনটি নির্দশন রয়েছে।
# Though it is a small country, it is blessed with many interesting places, যদিও ইহা একটা ছোট দেশ, এখানে দেখার মত অনেক অনেক সুন্দর জায়গা আছে।
# Though he is dull of hearing, he is very studious, যদিও সে শ্রবনশক্তিহীন, তিনি খুব অধ্যয়নশীল।
#Though he works hard, he can’t turn the wheels of his fortune,যদিও সে কঠোর পরিশ্রম করে তবে সে তার ভাগ্যের চাকা ঘুরাতে পারে না।
# Though the pen writes well, it is very expensive,যদিও কলমটা ভালো লিখতে পারে তবুও এটা দামি।
# Although he was late, he performed the work first, যদিও তিনি দেরি করেছিলেন, তিনি কাজটি প্রথম করেছিলেন।
# Although Israt is my friend, I don’t like him, যদিও ইসরাত আমার বন্ধু তবুও তাকে আমি পছন্দ করি না।

Difference between Must & Have to

Difference between Must & Have to

Content Writer: Tasfia Mim

> কোনো কাজ যদি এমন হয় আমি অবশ্যই করব, কিন্তু আমি করতে বাধ্য নয় বা আমার নিজের ইচ্ছায় করছি সেক্ষেত্রে আমরা Must ব্যাবহার করব।

> কোনো কাজ যদি পরিস্থিতির জন্য করতে বাধ্য করা হয় তখন Have to ব্যাবহার করব।:

★ Must = নিজে থেকে করা
★ Have to = পরিস্থিতির জন্য বাধ্য হয়ে করা

# আমি অবশ্যই করব, I must do.
# আমি অবশ্যই একটা কম্পিউটার কিনব, I must buy a computer.
# আমি অবশ্যই একটি চিঠি লিখতে হবে, I must write a letter.

# আমার বাবা অসুস্ত , আমাকে বাড়ি যেতেই হবে, My father is ill, I have to go to home.
# তোমার ক্লাসে মনোযোগী হতে হবে, # You have to be attentive in class.
# ভালো ফলাফল করার জন্য তোমাকে আরও বেশি পড়তে হবে, You have to study more for your better result.

Activity
Now write translation of below the sentence :

* আমি অবশ্যই আম খাব
* আমি অবশ্যই ঔষধ খাব