Usages of Pronouns
Rules: 01
একই বাক্যে 2টা object বসলে object 2টি সাজানো যায় 2 ভাবে যথা-
- i) Indirect object (ব্যাক্তি) + direct object (বস্তু)
- ii) direct object (বস্তু) +to+ Indirect object(ব্যাক্তি)
যেমন- I gave him a book. or I gave a book to him ব্যাক্তি বস্তু to ব্যাক্তি।
Rule: 02
Verb এর আগে Subject বসে।
যেমন- He / Him is going there (সঠিক উত্তর: He কারণ is হলো verb আর verb এর আগে object him is verb subject he বসানো যাচ্ছে না।
Rule: 03
verb এর পর object বসে।
যেমন- I like he/ him (সঠিক উত্তর: him কারণ like হলো verb এবং verb এর পরে subject he বসতে পারবে না। verb এর পরে object him বসবে।
Rule:04
Preposition এর পরে object বসে।
যেমন- He comes to I/ me (সঠিক উত্তর: me কারণ এখানে to হলো preposition তাই এর পরে object me বসবে।
Rule: 05
Noun ও Gerund এর আগে possessive বসে।
যেমন- she likes me/ me singing (সঠিক উত্তর: my singing এখানে gerund তাই gerund এর আগে possessive my দিতে হবে।
NB, it এর possessive হলো- its অন্যদিকে its দ্বারা it is/ it was/ it has বুঝায়।
Rule- 06
Reflexive pronoun কখনও একা একা subject এ বসতে পারে না তবে subject দেওয়া থাকলে সেই subject এর পরে বসতে পারবে।
যেমন- Myself went there ভুল I myself went there সঠিক
Reflexive pronoun শুধু মাত্র transitive verb এর পরে এবং preposition এর object হিসাবে ঐ transitive verb পরে বসে।
অথবা Preposition এর object হিসাবে ঐ preposition এর পরে বসে। এই ২ জায়গা বাদে অন্য জায়গায় বসলে Reflexive pronoun- কে emphatic pronoun বলা হবে।
- a) He killed himself. ( এখানে himself হলো reflexive pronoun কারণ এটা transitive verb object হিসেবে বসেছে।
- b) She is proud of herself. (এখানে herself হলো reflexive pronoun কারণ এটা preposition of এর object হিসেবে বসেছে।
- c) I myself went there. ( এখানে myself হলো emphasize pronoun. কারণ এটা myself verb এর object হিসেবেও বসেনি আবার preposition এর object হিসেবেও বসেনি।
Rule-7
কিছু কিছু verb আছে যেগুলো বাক্যে বসালেই তারপর reflexive pronoun দিতে হবে।
যেমন- absent avail, enjoy, pride, exert প্রয়োগ করা এরা যখন verb হিসেবে বসবে তখন এদের পরে ঐ বাক্যের subject থেকে reflexive pronoun তৈরি করে এই সব verb গুলোর ঠিক পরে বসতে হবে।
I absented myself from school yesterday , এখানে absent হলো verb adjective নয়। তাই absent verb এর পরে reflexive pronoun myself দিতে হবে।
Pronoun খুব সহজেই বুঝতে নিচের ভিডিও টি দেখুন: