আপনারা কি জানেন COME TO TERM এর meaning কী?
😀
COME TO TERM মানে হচ্ছে কোন অপ্রত্যাশিত ঘটনা থেকে কিছু শেখা বা গ্রহণ করা।
অর্থাৎ, ঐ ঘটনায় আপনি বিরক্ত,রাগান্বিত বা দুঃখী হয়ে কিছুদিন কাটানোর পর ধীরে ধীরে যে বুঝতে পারলেন এবারে এর সাথে কীভাবে Deal করবেন, সেই ব্যাপারটা কেই আমরা COME TO TERM দিয়ে ব্যাখ্যা করতে পারি।
Example:
⚫The Lebanon struggles to come to terms with devastation.
⚫We approximately come to term with this pandemic situation.
ধন্যবাদ। 🙂
Post writer : Tasnuba Tasnim Saki.