☞Wrong preposition of adverbs

Part:02

➤সময় প্রকাশক Adverb গুলো, স্থান নির্দেশক adverb-গুলোর পূর্বে বসেঃ~

Don’t say: The builders will be tomorrow here.✘
Say: The builders will be here tomorrow.✔

Note:যদি সময় প্রকাশক Adverb এবং স্থান নির্দেশক adverb একত্রে কোন বাক্যে ব্যবহৃত হয়, তবে স্থান নির্দেশক adverb-টি প্রথমে বসে

➤Transitive verb-এর সাথে adverb-এর ভুল প্রয়োগঃ~

Don’t say: Jannat wrote carefully her essay.✘
Say: Jannat wrote her essay carefully.✔
Explantion:~
Transitive verb-এর সাথে adverb ব্যবহার করলে adverb সাধারণত object-এর পরে বসে।

Note: অবশ্য, যদি object-টি দীর্ঘ হয়, তবে adverb-টি Transitive verb-এর পরে বসতে পারে।

যেমনঃ She wrote carefully all the essays she had to do.

➤Enough adverb-টির অশুদ্ধ (misplaced) প্রয়োগ/অবস্থানঃ~

Don’t say: Is the room enough large for, you?✘
Say: Is the room large enough for you?✔

Explanation:~Enough adverb-টি যে word-কে বিশেষিত করে তার পরে বসে, পূর্বে নয়।
Note: লক্ষণীয় enough adverb-টি noun-এর পূর্বে বা পরে বসতে পারে।

যেমনঃ We have enough food for six people.

Content Creator:~Mehedi Sagor