☞Wrong preposition of adverbs

Part:01

➤নির্দিষ্ট সময় প্রকাশক Adverb-এর অশুদ্ধ প্রয়োগ/অবস্থানঃ~

Don’t say: I last night went to the cinema.✘
Say: I went to the cinema last night.✔

Explanation:~ 

নির্দিষ্ট সময় প্রকাশক Adverb বা adverb phrase-গুলো (যেমন– yesterday, today, tomorrow, last week, two months ago) সাধারণত বাক্যের শেষে বসে, তবে আমরা যদি সময়ের উপর জোর দিতে চাই, সেক্ষেত্রে এদেরকে বাক্যের শুরুতেও বসানো যায়। যেমনঃ Yesterday I was very busy.

Note: নির্দিষ্ট সময় প্রকাশক একাধিক adverb যদি একই বাক্যে ব্যবহৃত হয়, তবে আমরা অপেক্ষাকৃত যথার্থ অভিব্যক্তিটিকে অপেক্ষাকৃত সাধারণ অভিব্যক্তিটির পূর্বে বসাই।

যেমনঃ He was born at two o’clock in the morning on April 12th 1942.

 

➤অনির্দিষ্ট সময় প্রকাশক Adverb-এর অশুদ্ধ প্রয়োগ/অবস্থানঃ
Don’t say: They come always to school by bus.✘
Say: They always come to school by bus.✔

Explanation:~ 
অনির্দিষ্ট সময় প্রকাশক Adverbs গুলো; যেমন– ever, never, always, often, seldom, soon, sometime এবং almost, scarely, hardly, nearly, even এই adverb-গুলো principal verb-এর পূর্বে বসে।
Note: To be principal verb হলে, অনির্দিষ্ট সময় প্রকাশক adverb গুলো verb-এর পরে বসে।

যেমনঃ They are always beautifully dressed.

Content Creator: Mehedi Sagor