Epidemic, Pandemic, Endemic and Outbreak এই word গুলো না বুঝে আমরা অনেকে একই অর্থে ব্যবহার করে থাকি। কিন্তু, এদের মধ্যে রয়েছে কিছুটা পার্থক্য।

আর আজকের এই পোস্টে আমরা সেই সম্পর্কেই জানবো।

⚫ EPIDEMIC : এটা হচ্ছে Disease এর ঐ অবস্থা যেটা একটি community বা region এর বিশাল একটা অংশের উপর affect করে।
– এটি সক্রিয়ভাবে ছড়াতে থাকে।

Example : Covid-19 যখন চিনে সীমাবদ্ধ ছিলো তখন তা ছিলো একটি Epidemic.

⚫PANDEMIC : যখন কোনো Epidemic বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে তখন তাকে বলে Pandemic.
আমরা Pandemic এর P দিয়ে ব্যাপার টা মনে রাখতে পারি।এখানে P for Passport, Pandemic এর পাসপোর্ট আছে।
অর্থাৎ, Pandemic হচ্ছে একটি Epidemic যেটা নিজ দেশের বর্ডার ক্রস করে বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়।

Example : চীনের বাইরে কানাডা,ইতালি,যুক্তরাষ্ট্র,ভারত ও বাংলাদেশে যখন Covid-19 ছড়িয়ে পড়লো তখন তা হয়ে গেলো epidemic থেকে Pandemic.
⚫ENDEMIC: যখন কোন Disease বিশেষ কোনো এলাকা বা Population-এই কেবল হানা দেয় তখন তাকে ENDEMIC বলে।
Example : আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুজ্বর একটি Endemic.
⚫কোনো disease-র ইনফেকশনের মাধ্যমে normal expectancy থেকে বেশি spread হয়ে যাওয়াই Outbreak।
Person-to-person, animal-to-person, পরিবেশ থেকে, এমনকি Chemicals বা radioactive materials থেকেও যেকোনো Disease এর Outbreak হতে পারে।

Example: আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু একটি endemic. ওই অঞ্চলের মশা শরীরে ডেঙ্গু জ্বরের জীবানুবহন করে এবং মানুষ থেকে মানুষে তা ছড়িয়ে দেয়।
কিছুদিন আগে Hawaii আইল্যান্ডে যে ডেঙ্গু জ্বর ছড়িয়েছিলো সেটা কোন endemic ছিলো না, একটি Outbreak ছিলো।
এটা মনে করা হয় যে কোন একজন ডেঙ্গুজ্বরে ইনফেক্টেড মানুষ ওই আইল্যান্ডে বেড়াতে এসে ওখানকার কিছু মশার কামড় খেয়েছেন এবং পপরবর্তীতে ইনফেক্টেড ব্যাক্তিকে কামড়ানো মশাগুলো যাদের কামড়েছে তাদের মধ্যে ডেঙ্গুজ্বরের জীবানু ছড়িয়ে গেছে।

আপনারা আশা করি বুঝতে পেরেছেন।

ধন্যবাদ।

Poste Writer : Tasnuba Tasnim Saki.