ভ্রমণের ইংরেজী কী?
Travel/Journey/Trip/Voyage/Tour নাকি Visit?
উপরের সবগুলো শব্দের অর্থ ‘ভ্রমণ’ হলেও এদের ব্যবহারে সুক্ষ্ম পার্থক্য রয়েছে। আজকে আমরা এদের সঠিক ব্যবহার সম্পর্কে জানবো।
⚫TRAVEL: এই শব্দটি কখনো Verb আবার কখনো Noun হিসেবে ব্যবহৃত হয়। Noun হিসেবে শব্দটি সাধারণত স্বল্পদূরবর্তী বা দূরবর্তী এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াকে বোঝায়।
পায়ে হেঁটে বা কোন যানবাহনে চড়ে, ব্যাগপত্র সমেত বা ব্যাগপত্র ছাড়া Round/one way trip-এ Travel হতে পারে।
Example:
◼ I traveled 21 km yesterday. (Verb)
◼ The birds are traveling south for the winter.
⚫ JOURNEY : কোন যানবাহনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণের কাজই Journey। এটা মূলত Travel-এরই একটা অংশ। Journey রোজকার ঘটনাও হতে পারে।
Example:
◼We go from Sylhet to Sunamganj then back again.
এখানে দুইটি Journey রয়েছে।
>Sylhet to Sunamganj.
>Sunamganj to sylhet.
⚫ TRIP : কোন জায়গায় যাওয়া এবং ফিরে আসার সমস্ত process-টাই হচ্ছে Trip।
◼We go from Sylhet to Sunamganj then back again.
বাক্যটিতে
Sylhet to Sunamganj
Sunamganj to Sylhet
দুইটি Journey-এর সমন্বয়ে একটি Trip হয়েছে।
অর্থাৎ, A trip = more than one journey.
⚫ VOYAGE : কোন জায়গা থেকে খুব বেশি দূরবর্তী জায়গায় যাওয়া (মহাকাশ বা সমুদ্রে) হচ্ছে Voyage।
Example:
◼ His voyage to the sea may take 3 to 5 days to reach his destination.
⚫ TOUR : Tour হচ্ছে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি স্থান পরিদর্শন সহ একটি long journey।
এতে থাকে একটি সুসংগঠিত দল এবং নেতৃত্ব।
Example:
◼ We were taken to a tour of school.
◼During Jungkook’s tour in India he served a tour of care in Bangladesh.
⚫VISIT : Visit মানে হচ্ছে কোথাও যাওয়া এবং সেখানে গিয়ে কারো সাথে বা কোন জায়গায় সামাজিকতার খাতিরে,আগ্রহে,প্রয়োজনে বা ব্যবসার তাগিদে কিছু সময় অবস্থান করা।
Example :
◼ If you’re not okay with your Math problems, visit to your teacher.
এবারে আমরা পার্থক্য গুলো সঠিকভাবে বুঝতে পেরেছি কি না সেটা বুঝার জন্য কিছু Exercise করবো-
1. I’m going to a bussiness _____ in America.
a)tour
b)trip
c)travel
d)journey
e)voyage
2. Zara going to a study ____ from her school.
a)tour
b)trip
c)travel
d)journey
e)visit
3.A _____ around the world often took four or five years.
a)tour
b)trip
c)travel
d)journey
e)voyage
4.I have to _____ 19 Km everyday.
a)tour
b)trip
c)travel
d)journey
e)visit
ধন্যবাদ।
Instructor : Tahmid Hasan.
Writer : Tasnuba Tasnim Saki.