Wrong preposition of adverbs
☞Wrong preposition of adverbs
Part:01
➤নির্দিষ্ট সময় প্রকাশক Adverb-এর অশুদ্ধ প্রয়োগ/অবস্থানঃ~
Don’t say: I last night went to the cinema.✘
Say: I went to the cinema last night.✔
Explanation:~
নির্দিষ্ট সময় প্রকাশক Adverb বা adverb phrase-গুলো (যেমন– yesterday, today, tomorrow, last week, two months ago) সাধারণত বাক্যের শেষে বসে, তবে আমরা যদি সময়ের উপর জোর দিতে চাই, সেক্ষেত্রে এদেরকে বাক্যের শুরুতেও বসানো যায়। যেমনঃ Yesterday I was very busy.
Note: নির্দিষ্ট সময় প্রকাশক একাধিক adverb যদি একই বাক্যে ব্যবহৃত হয়, তবে আমরা অপেক্ষাকৃত যথার্থ অভিব্যক্তিটিকে অপেক্ষাকৃত সাধারণ অভিব্যক্তিটির পূর্বে বসাই।
যেমনঃ He was born at two o’clock in the morning on April 12th 1942.
➤অনির্দিষ্ট সময় প্রকাশক Adverb-এর অশুদ্ধ প্রয়োগ/অবস্থানঃ
Don’t say: They come always to school by bus.✘
Say: They always come to school by bus.✔
Explanation:~
অনির্দিষ্ট সময় প্রকাশক Adverbs গুলো; যেমন– ever, never, always, often, seldom, soon, sometime এবং almost, scarely, hardly, nearly, even এই adverb-গুলো principal verb-এর পূর্বে বসে।
Note: To be principal verb হলে, অনির্দিষ্ট সময় প্রকাশক adverb গুলো verb-এর পরে বসে।
যেমনঃ They are always beautifully dressed.
Content Creator: Mehedi Sagor
Wrong preposition of adverbs
☞Wrong preposition of adverbs
Part:02
➤সময় প্রকাশক Adverb গুলো, স্থান নির্দেশক adverb-গুলোর পূর্বে বসেঃ~
Don’t say: The builders will be tomorrow here.✘
Say: The builders will be here tomorrow.✔
Note:যদি সময় প্রকাশক Adverb এবং স্থান নির্দেশক adverb একত্রে কোন বাক্যে ব্যবহৃত হয়, তবে স্থান নির্দেশক adverb-টি প্রথমে বসে
➤Transitive verb-এর সাথে adverb-এর ভুল প্রয়োগঃ~
Don’t say: Jannat wrote carefully her essay.✘
Say: Jannat wrote her essay carefully.✔
Explantion:~Transitive verb-এর সাথে adverb ব্যবহার করলে adverb সাধারণত object-এর পরে বসে।
Note: অবশ্য, যদি object-টি দীর্ঘ হয়, তবে adverb-টি Transitive verb-এর পরে বসতে পারে।
যেমনঃ She wrote carefully all the essays she had to do.
➤Enough adverb-টির অশুদ্ধ (misplaced) প্রয়োগ/অবস্থানঃ~
Don’t say: Is the room enough large for, you?✘
Say: Is the room large enough for you?✔
Explanation:~Enough adverb-টি যে word-কে বিশেষিত করে তার পরে বসে, পূর্বে নয়।
Note: লক্ষণীয় enough adverb-টি noun-এর পূর্বে বা পরে বসতে পারে।
যেমনঃ We have enough food for six people.
Content Creator:~Mehedi Sagor
Wrong preposition of adverbs
☞Wrong preposition of adverbs:~
Part:03
➤Compound verb-এর সাথে not-এর অশুদ্ধ (misplaced) প্রয়োগ/অবস্থানঃ~
Don’t say: I should have not gone…..✘
Say: I should not have gone…..✔
Explanation:~ Compound verb-এর not, প্রথম auxiliary-এর পরে বসে।
Note: লক্ষণীয় present বা perfect participle-এর সাথে not শুরুতে বসে।
যেমনঃ Not having set the alarm, he was late for work, Not being rich, he couldn’t afford it.
➤Negative infinitive-এর সাথে not-এর ভুল প্রয়োগঃ~
Don’t say: I told Liza to not come on Monday.✘
Say: I told Liza not to come on Monday.✔
Explanation:~Negative infinitive-এ not-এর অবস্থানটি হল to-এর ঠিক পূর্বে, পরে নয়।
Content Creator:~ Mehedi Sagor
Different between Assertive sentence and Imperative sentence
আমাদের কিছু Common Mistake প্রায় সময় অনেকেই ভুল করি Assertive sentence এবং Imperative sentence নিয়ে। তবে sentence নিয়ে বিস্তারিত আলোচনা করব না এখন।
আচ্ছা আমরা প্রথমে কিছু উদাহরণ দিয়ে শুরু করি।
𝑖) 𝑇ℎ𝑎𝑛𝑘 𝑌𝑜𝑢.
𝑖𝑖) 𝑇ℎ𝑎𝑛𝑘 𝑡ℎ𝑒𝑚.
𝑖𝑖𝑖) 𝑤𝑖𝑠ℎ 𝑦𝑜𝑢 𝑏𝑒𝑠𝑡 𝑜𝑓 𝑙𝑢𝑐𝑘.
𝑖𝑣) 𝑤𝑖𝑠ℎ ℎ𝑖𝑠 𝑏𝑒𝑠𝑡 𝑜𝑓 𝑙𝑢𝑐𝑘.
এই উদাহরণ গুলো কে কোন sentence? যদি উত্তরটি আপনি আগে থেকেই জেনে থেকেন তাহলে কমেন্ট বক্সএ “Yes” লিখে কমেন্ট করুন।
চলেন দেখা জাক উপরের উদাহরণ গুলো কোন sentence এর অন্তর্ভুক্ত বা কেনই।
𝐒𝐭𝐫𝐮𝐜𝐭𝐮𝐫𝐞-𝟏: verb + you= Assertive sentence.
𝐒𝐭𝐫𝐮𝐜𝐭𝐮𝐫𝐞-𝟐: verb + you(ব্যতীত অন্য object)= imperative sentence.
সুতরাং আমরা কোন দ্বিধা ছাড়াই বলতে পারি উপরের উদাহরণ গুলোর মধ্যে i), iii) হলো assertive sentence এবং ii),iv) হলো imperative sentence.
এতক্ষণ কষ্ট করে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ😃
Posted by:-© Rezaul Karim Sagar
Difference between WHO and WHOM.
Who এর জায়গায় Whom এর ব্যবহার এতই Common যে এটাকে তেমন কোন বড় mistake বলে অনেকে মনেই করেন না। কিন্তু, তাও যারা এই দুইয়ের মধ্যকার পার্থক্য জানতে চান, এই পোস্ট টি তাদের জন্য। 😀
⚫USE OF WHO:
Who একটি Interrogative Pronoun। কোন প্রশ্নবোধক বাক্য, Statement বা Clause এর Subject এর জায়গায় এটি বসে।
◼ WHO instruct you?
◼ Riban is the one in this family WHO plays Free Fire.
⚫USE OF WHOM:
Who এর মতো Whom-ও একটি Interrogative pronoun। এই Pronoun-টি কোন প্রশ্নবোধক বাক্য বা কোন clause-এর Object এর জায়গায় বসে।
এছাড়া, কোন Preposition এর পরে who এর বদলে Whom বসানোই যুক্তিযুক্ত।
◼ WHOM do you want?
◼ She is the doctor WHOM you heard about.
◼ This is the man WITH WHOM I want to collaborate.
WHO আর WHOM এর পার্থক্য পুরোটাই I, he/she, they (subject) এবং me, him/her, them (object) এর ব্যবহারগতো পার্থক্যের মতো।
WHO বসে subject-এর জায়গায় WHOM বসে object-এর জায়গায়।
Who/Whom যুক্ত বাক্যে এই pronoun দুইটির জায়গায় অন্য কোন Pronoun বসিয়ে উদাহরণ দিলে তা আপনাদের কাছে আরো পরিষ্কার হবে।
EXAMPLE:
◼ He is the one in the house WHO plays football.
= He Plays football. (Not ‘him plays football’.)
◼ This is she WHO Cried last night.
= She Cried last night. (Not ‘her’)
◼ This is the man WITH WHOM I want to collaborate.
= I want to collaborate with HIM/the man. (Not ‘He’)
◼ WHOM do you know?
=I know her. (Not ‘I know she’)
>>WHO motivated you?
=HE motivated me. (Not ‘him’)
<< WHOM did he motivate?
= He motivated ME. (Not ‘I’)
ধন্যবাদ। 🙂
Post Writer : Tasnuba Tasnim Saki.