by | Oct 19, 2020 | Skill Development, Spoken
Epidemic, Pandemic, Endemic and Outbreak এই word গুলো না বুঝে আমরা অনেকে একই অর্থে ব্যবহার করে থাকি। কিন্তু, এদের মধ্যে রয়েছে কিছুটা পার্থক্য।
আর আজকের এই পোস্টে আমরা সেই সম্পর্কেই জানবো।
⚫ EPIDEMIC : এটা হচ্ছে Disease এর ঐ অবস্থা যেটা একটি community বা region এর বিশাল একটা অংশের উপর affect করে।
– এটি সক্রিয়ভাবে ছড়াতে থাকে।
Example : Covid-19 যখন চিনে সীমাবদ্ধ ছিলো তখন তা ছিলো একটি Epidemic.
⚫PANDEMIC : যখন কোনো Epidemic বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে তখন তাকে বলে Pandemic.
আমরা Pandemic এর P দিয়ে ব্যাপার টা মনে রাখতে পারি।এখানে P for Passport, Pandemic এর পাসপোর্ট আছে।
অর্থাৎ, Pandemic হচ্ছে একটি Epidemic যেটা নিজ দেশের বর্ডার ক্রস করে বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়।
Example : চীনের বাইরে কানাডা,ইতালি,যুক্তরাষ্ট্র,ভারত ও বাংলাদেশে যখন Covid-19 ছড়িয়ে পড়লো তখন তা হয়ে গেলো epidemic থেকে Pandemic.
⚫ENDEMIC: যখন কোন Disease বিশেষ কোনো এলাকা বা Population-এই কেবল হানা দেয় তখন তাকে ENDEMIC বলে।
Example : আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুজ্বর একটি Endemic.
⚫কোনো disease-র ইনফেকশনের মাধ্যমে normal expectancy থেকে বেশি spread হয়ে যাওয়াই Outbreak।
Person-to-person, animal-to-person, পরিবেশ থেকে, এমনকি Chemicals বা radioactive materials থেকেও যেকোনো Disease এর Outbreak হতে পারে।
Example: আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু একটি endemic. ওই অঞ্চলের মশা শরীরে ডেঙ্গু জ্বরের জীবানুবহন করে এবং মানুষ থেকে মানুষে তা ছড়িয়ে দেয়।
কিছুদিন আগে Hawaii আইল্যান্ডে যে ডেঙ্গু জ্বর ছড়িয়েছিলো সেটা কোন endemic ছিলো না, একটি Outbreak ছিলো।
এটা মনে করা হয় যে কোন একজন ডেঙ্গুজ্বরে ইনফেক্টেড মানুষ ওই আইল্যান্ডে বেড়াতে এসে ওখানকার কিছু মশার কামড় খেয়েছেন এবং পপরবর্তীতে ইনফেক্টেড ব্যাক্তিকে কামড়ানো মশাগুলো যাদের কামড়েছে তাদের মধ্যে ডেঙ্গুজ্বরের জীবানু ছড়িয়ে গেছে।
আপনারা আশা করি বুঝতে পেরেছেন।
ধন্যবাদ।
Poste Writer : Tasnuba Tasnim Saki.
(more…)
by | Oct 19, 2020 | Advanced English, Skill Development
আপনারা কি জানেন COME TO TERM এর meaning কী?
😀
COME TO TERM মানে হচ্ছে কোন অপ্রত্যাশিত ঘটনা থেকে কিছু শেখা বা গ্রহণ করা।
অর্থাৎ, ঐ ঘটনায় আপনি বিরক্ত,রাগান্বিত বা দুঃখী হয়ে কিছুদিন কাটানোর পর ধীরে ধীরে যে বুঝতে পারলেন এবারে এর সাথে কীভাবে Deal করবেন, সেই ব্যাপারটা কেই আমরা COME TO TERM দিয়ে ব্যাখ্যা করতে পারি।
Example:
⚫The Lebanon struggles to come to terms with devastation.
⚫We approximately come to term with this pandemic situation.
ধন্যবাদ। 🙂
Post writer : Tasnuba Tasnim Saki.
by | Oct 19, 2020 | Skill Development
1) Sure of (নিশ্চিত/নিঃসংশয় হওয়া), for নয়।
Don’t say: I’m quite sure for her honesty.
Say: I’m quite sure of her honesty.
Note: সর্বদা certain (নিশ্চিত)-এর পরেও of বসে। যেমনঃ I am quite certain of it.
2) Surprised at or by (হতবাক/বিস্মিত), for নয়।
Don’t say: Harold was surprised for the loud bang.
Say: Harold was surprised at/by the loud bang.
Note: সর্বদা astonished (বিস্মিত করা), amazed (বিস্মিত করা), alarmed (উদ্বিগ্ন), puzzled (কিংকর্তব্যবিমূঢ় করা), shocked (মর্মাহত) ইত্যাদির পরেও at/by বসে।
3) Suspect of (সন্দেহ করা), for নয়।
Don’t say: I suspect Kate for stealing the pen.
Say: I suspect Kate of stealing the pen.
Note: সর্বদা suspicious (সন্দেহপ্রবণ)-এর পরে of বসে। যেমন: Dogs are suspicious of strangers.
4) Take by (চেপে ধরা) from নয়।
Don’t say: Robert took his brother from the hand.
Say: Robert took his brother by the hand.
Note: সর্বদা hold (চেপে ধরা), catch (ধরা), seize (ধরা/পাকড়ানো), snatch (তাড়াতাড়ি ধরা), grasp (আঁকড়িয়ে ধরা)ইত্যাদির পরেও by বসে।
5) Tie to (বাঁধা), on নয়।
Don’t say: The girl tied the string on the kite.
Say: The girl tied the string to the kite.
Note: সর্বদাই bind (বাধা/বন্ধন করা/বাঁধানো)-এর পরেও to বসে। যেমন: The prisoner was bound to the stake.
6) Tired of (ত্যক্ত/বিরক্ত হওয়া), from নয়।
Don’t say: The boys are tired from eating boiled eggs.
Say: The boys are tired of eating boiled eggs.
Note : Tired with (ক্লান্ত/বিরক্ত, উদ্যোমহীন/অবসন্ন), যেমনঃ I am tired with walking. I want to rest. Tired of এবং tired with উল্লেখ্য যে, weary (ক্লান্ত) of এবং weary with এরাও।
7) Tremble with cold (ঠাণ্ডায় কেঁপে ওঠা), from cold ইত্যাদি নয়।
Don’t say: The man was trembling from cold.
Say: The man was trembling with cold.
Note: সর্বদা shake (ঝাঁকা দেওা/বিচলিত করা/কাঁপা) এবং shiver (কাঁপা)-এর পরেও with বসে।যেমনঃ The thief was shaking with fear.
8) Warn (a person) of danger বিপদ সম্পর্কে (কোন ব্যক্তিকে) সতর্ক করে দেওয়া, about danger নয়।
Don’t say: They were warned about the danger.
Say: They were warned of the danger.
Note: সর্বদাই কোন ব্যক্তিকে দোষ/ত্রুটি সম্পর্কে সতর্ক করে দিতে, warned against ব্যবহার হয়। যেমনঃ His teacher warned him against disobeying the regulations.
9) Write in ink (কালিতে লেখা), with ink নয়।
Don’t say: I’ve written the letter with ink.
Say: I’ve written the letter in ink.
Note: আপনি in ব্যবহার করবেন যখন আপনি কাজ শেষ করে ফেরত আসবেন। The drawing was done in charcoal. Dora writes her letters in green ink. আপনি যখন কোন instrument নির্দেশ করবেন তখন ব্যবহার করবেন with. The children art learning to write with a pen. Helen prefers to paint with a thin brush.
Posted by: Tasnuba Tasnim Saki.
by | Oct 19, 2020 | Advanced English, Grammar, Skill Development, Spoken
Secret Spoken Structure
Topic: enjoy
Instructor: Tahmid Hasan (more…)
by | Sep 10, 2020 | Admission Test, Advanced English, Basic English, BCS, Grammar, HSC, Skill Development
আমাদের কিছু Common Mistake প্রায় সময় অনেকেই ভুল করি Assertive sentence এবং Imperative sentence নিয়ে। তবে sentence নিয়ে বিস্তারিত আলোচনা করব না এখন।
আচ্ছা আমরা প্রথমে কিছু উদাহরণ দিয়ে শুরু করি।
𝑖) 𝑇ℎ𝑎𝑛𝑘 𝑌𝑜𝑢.
𝑖𝑖) 𝑇ℎ𝑎𝑛𝑘 𝑡ℎ𝑒𝑚.
𝑖𝑖𝑖) 𝑤𝑖𝑠ℎ 𝑦𝑜𝑢 𝑏𝑒𝑠𝑡 𝑜𝑓 𝑙𝑢𝑐𝑘.
𝑖𝑣) 𝑤𝑖𝑠ℎ ℎ𝑖𝑠 𝑏𝑒𝑠𝑡 𝑜𝑓 𝑙𝑢𝑐𝑘.
এই উদাহরণ গুলো কে কোন sentence? যদি উত্তরটি আপনি আগে থেকেই জেনে থেকেন তাহলে কমেন্ট বক্সএ “Yes” লিখে কমেন্ট করুন।
চলেন দেখা জাক উপরের উদাহরণ গুলো কোন sentence এর অন্তর্ভুক্ত বা কেনই।
𝐒𝐭𝐫𝐮𝐜𝐭𝐮𝐫𝐞-𝟏: verb + you= Assertive sentence.
𝐒𝐭𝐫𝐮𝐜𝐭𝐮𝐫𝐞-𝟐: verb + you(ব্যতীত অন্য object)= imperative sentence.
সুতরাং আমরা কোন দ্বিধা ছাড়াই বলতে পারি উপরের উদাহরণ গুলোর মধ্যে i), iii) হলো assertive sentence এবং ii),iv) হলো imperative sentence.
এতক্ষণ কষ্ট করে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ😃
Posted by:-© Rezaul Karim Sagar
by | Sep 10, 2020 | Admission Test, Skill Development
Who এর জায়গায় Whom এর ব্যবহার এতই Common যে এটাকে তেমন কোন বড় mistake বলে অনেকে মনেই করেন না। কিন্তু, তাও যারা এই দুইয়ের মধ্যকার পার্থক্য জানতে চান, এই পোস্ট টি তাদের জন্য। 😀
⚫USE OF WHO:
Who একটি Interrogative Pronoun। কোন প্রশ্নবোধক বাক্য, Statement বা Clause এর Subject এর জায়গায় এটি বসে।
◼ WHO instruct you?
◼ Riban is the one in this family WHO plays Free Fire.
⚫USE OF WHOM:
Who এর মতো Whom-ও একটি Interrogative pronoun। এই Pronoun-টি কোন প্রশ্নবোধক বাক্য বা কোন clause-এর Object এর জায়গায় বসে।
এছাড়া, কোন Preposition এর পরে who এর বদলে Whom বসানোই যুক্তিযুক্ত।
◼ WHOM do you want?
◼ She is the doctor WHOM you heard about.
◼ This is the man WITH WHOM I want to collaborate.
WHO আর WHOM এর পার্থক্য পুরোটাই I, he/she, they (subject) এবং me, him/her, them (object) এর ব্যবহারগতো পার্থক্যের মতো।
WHO বসে subject-এর জায়গায় WHOM বসে object-এর জায়গায়।
Who/Whom যুক্ত বাক্যে এই pronoun দুইটির জায়গায় অন্য কোন Pronoun বসিয়ে উদাহরণ দিলে তা আপনাদের কাছে আরো পরিষ্কার হবে।
EXAMPLE:
◼ He is the one in the house WHO plays football.
= He Plays football. (Not ‘him plays football’.)
◼ This is she WHO Cried last night.
= She Cried last night. (Not ‘her’)
◼ This is the man WITH WHOM I want to collaborate.
= I want to collaborate with HIM/the man. (Not ‘He’)
◼ WHOM do you know?
=I know her. (Not ‘I know she’)
>>WHO motivated you?
=HE motivated me. (Not ‘him’)
<< WHOM did he motivate?
= He motivated ME. (Not ‘I’)
ধন্যবাদ। 🙂
Post Writer : Tasnuba Tasnim Saki.