Secret Spoken Structure

Topic: Could have been

কোনো কিছু হওয়ার সুযোগ ছিলো কিন্তু সেটা করতে না পারা – এ ধরনের Sentence তৈরীর ক্ষেত্রে “could have been” ব্যবহৃত হয়।

যেমন আমি আরও প্রস্তুত হতে পারতাম” 

তাহলে Sentenceটি হবে =

I could have been more prepared”

Structure:  Subject + could have been +object

More examples:

1.সে দায়িত্ববান হতে পারতো (কিন্তু পারেনি)=

“He could have been responsible”

2.তুমি আমার সর্বোত্তম বন্ধু হতে পারতে

=”You could have been my best friend”

3.তারা  ব্যাপারটা বুঝতে পারতো (কিন্তু পারেনি)

= “They could have been understood the matter  “

 

Instructor: Tahmid Hasan 

Posted By: Rukaiya Akter Hafsah